বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর পর্ব-23

টেলিগ্ৰামে জয়েন করুন

 

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

 

1.লাফিং গ‍্যাস নামে কে পরিচিত ?

উ:নাইট্রাস অক্সাইড

2.ভানুসিংহ কার ছদ্মনাম ?

উ:রবীন্দ্রনাথ ঠাকুর

3.বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?

উ:5 জুন

4.কোষের মস্তিষ্ক কাকে বলে ?

উ: নিউক্লিয়াসকে

5.কাজিরাঙ্গা জাতীয় উদ‍্যান কিসের জন্য বিখ‍্যাত ?

উ:একশৃঙ্গ গণ্ডার

6.এশিয়ার রোম কাকে বলা হয় ?

উ:দিল্লি

7.টক জাতীয় ফল উৎপাদনে বিখ‍্যাত কোন অঞ্চল ?

উ:ভূমধ্যসাগরীয় অঞ্চল

8.শকাদ্ব কে প্রচলন করেন ?

উ:কনিস্ক

9.বৈদিক যুগে বিনিময়ের মাধ‍্যম কি ছিল ?

উ:গরু

10.ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?

উ:দক্ষিণ আফ্রিকা

11.মারাদোনা কোন খেলার সাথে যুক্ত ?

উ:ফুটবল

12.গান্ধীজির নেতৃত্বে প্রথম গন আন্দোলন কোনটি ?

উ:অসহোযোগ আন্দোলন

13.প্রথম নোবেল পুরস্কার প্রাপক বিদেশী কে ছিলেন ?

উ:খান আবদুল গফ্বর খান

14.বাংলা গদ‍্য সাহিত‍্যের জনক কাকে বলা হয় ?

উ:ঈশ্বর চন্দ্র বিদ‍্যাসাগর

15.দ্রোনাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

উ:খেলার কোচ দের

16.ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি ?

উ:মোহনবাগান ফুটবল ক্লাব

17.চা দেরিতে ঠাণ্ডা হয় কোন রং এর কাপে ?

উ:সাদা রং এর কাপে

18.মাংসল পদ কোন প্রাণীর গমন অঙ্গ ?

উ:শামুক

19.অক্ষাংশের সর্বোচ্চ মান কত ড্রিগ্ৰি ?

উ:90 ড্রিগ্ৰি

20.হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উ:মুসী

21.বঙ্গদেশে কৌলিন‍্য প্রথা কে প্রচলন করেন ?

উ:বল্লাল সেন

22.হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় কোন পদ্ধতিতে ?

উ:ফিউসন পদ্ধতিতে

23.ব‍্যাটারি থেকে কোন ধরনের কারেন্ট পাওয়া যায় ?

উ:ডিসি কারেন্ট

24.পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?

উ:অ্যাঞ্জেল

25.হোমরুল লিগ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উ:1915 সালে

26.গর্বা কোথাকার প্রচলিত নৃত‍্য ?

উ:গুজরাট

27.ভারতের প্রথম করোনা মুক্ত রাজ‍্য কোনটি ?

উ:গোয়া

28.উইকিপিডিয়ার জনক কে ?

উ:জিমি ওয়েলস

29.চিপসের প‍্যাকেটে কোন গ‍্যাস থাকে ?

উ:নাইট্রোজেন

30.সৌরজগতের সবচেয়ে উষ্মতম গ্ৰহ কোনটি ?

উ:শুক্র

বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর

 

আরও পড়ুন : রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন

Leave a Comment