Chemistry 100 Gk Question Answer In Bengali | রসায়নের প্রশ্ন

টেলিগ্ৰামে জয়েন করুন

  Chemistry 100 Gk Question Answer In Bengali | রসায়নের প্রশ্ন

আমার প্রিয় ভাই ও বন্ধুরা তোমাদের জন্য 100 টি Chemistry General Knowledge বা  রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে
যেগুলি সমস্ত রকম চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Chemistry 100 Gk Question Answer In Bengali | রসায়নের প্রশ্ন

 

chemistry questions for compititive exams,
Chemistry MCQ question, chemistry general knowledge question and answer ,
basic chemistry question and answer
 
 
 

    Chemistry General Science 

1. ইলেকট্রন কে আবিষ্কার করেন ?

উ:জে জে থমসন

2. দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি পর্যায় কয়টি শ্রেণি
 আছে ?

উ:7 টি পর্যায় ও 18 টি শ্রেণি আছে

3. সাধারণ উষ্ণতায় তরল অধাতুর নাম কি ?

উ:ব্রোমিন

4. প্রথম কৃত্রিম তন্তুর নাম কি ?

উ:নাইলন

5. LPG এর সম্পূর্ণ নাম কি ?

উ: লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস

6. তেতুলে কোন এসিড দেখতে পাওয়া যায় ?

উ:টারটারিক অ্যাসিড

7. আকাশ নীল দেখানোর কারণ কি  ?

উ: বিক্ষেপণ এর কারন

8. ঘড়ির পেন্ডুলাম তৈরিতে কি ব্যবহার করা হয়ে
থাকে ?

উ:ইনভার

9. পিঁপড়ের হুলে কোন এসিড পাওয়া যায় ?

উ:ফরমিক অ্যাসিড

10. কোন গ্যাস সবথেকে বেশি পরিমাণে মিথেন পাওয়া যায় ?

উ:মার্শ গ্যাসে

11. ডেসিবেল এককের সাহায্যে কি পরিমাপ করা হয় ?

উ:শব্দের প্রাবল্য

12. কত ক্যারেট সোনা কে বিশুদ্ধ সোনা বলা হয় ?

উ: 22 ক্যারেট

13. লাফিং গ্যাস কাকে বলে ?

উ:নাইট্রাস অক্সাইড কে

14. রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে

উ: সালফিউরিক অ্যাসিড কে

15. দইয়ে কোন অ্যাসিড উপস্থিত থাকে ?

উ:ল্যাকটিক অ্যাসিড

16. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি ?

উ: সোডিয়াম কার্বনেট

17. তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে ?

উ:বেকারেল

 18.টিউমার ও ক্যান্সার সম্পর্কিত বিদ্যা কে কি বলা
হয় ?

উ: অঙ্কোলজি

19. যান্ত্রিক শক্তি  থেকে বৈদিক শক্তিতে  রূপান্তরিত করে কোন যন্ত্র ?

উ:ডায়নামো

20. আদা ও পেঁয়াজের গন্ধ কারণ কি ?

উ:পটাশিয়াম থাকার কারণে

21. ছাপার কালি প্রস্তুত করতে কি ব্যবহার করা ?

উ:গ্লিসারল

22. ফেরিক ক্লোরাইড কি কাজে ব্যবহার করা হয় ?

উ:রক্তক্ষরণ বন্ধ করার কাজে

23. বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে  ?

উ : নাইট্রাস অ্যাসিড

24. কোন কয়লায় সবথেকে কার্বনের পরিমাণ বেশি থাকে ?

উ: অ্যানথ্রাসাইট

25. সবচেয়ে হালকা গ্যাসের নাম কি ?

উ:হাইড্রোজেন

26. ওয়ার্ল্ড ফেমাস আইফেল টাওয়ার কি কি উপাদানে তৈরি ?

উ: স্টিল এবং সিমেন্ট

27. ভাসমান বেলুনে কি গ্যাস থাকে ?

উ: হিলিয়াম গ্যাস থাকে

28. স্প্রিং তুলা দ্বারা কি পরিমাপ করা হয় ?

উ:বস্তুর ওজন

29. চাপের একক এর নাম কি ?

উ:পাস্কাল

30. জলের গভীরতা পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে ?

উ: ফ্যাদম

31. হোয়াইট গোল্ড নামে পরিচিত কোন ধাতু ?

উ:প্লাটিনাম

32. তরল সোনা বলা হয় কাকে ?

উ:পেট্রোল কে

33. মানুষের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান
কি ?

উ: অক্সিজেন  ( O2 )

34. বিমানের টায়ারে কোন গ্যাস ব্যবহার করা হয় ?

উ:হিলিয়াম গ্যাস

35. সুগন্ধি লবণ কাকে বলা হয় ?

উ: অ্যামোনিয়াম কার্বনেট কে

36. পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার ?

উ: তৃতীয় শ্রেণীর লিভার

37. আতশবাজিতে সবুজ রং হওয়ার কারণ কি ?

উ: বেরিয়াম এর উপস্থিতির কারণে

38. রকেটের বাইরের জানলা কোন ধাতু দিয়ে প্রস্তুত করা হয় ?

উ:কৃত্রিম হীরা

39. হিলিয়াম সাধারণত কোন বর্ণের হয় ?

উ:হলুদ

40. জলের চেয়ে হালকা ধাতুর নাম কি ?

উ:সোডিয়াম

41. ফল এবং ফলের চাষ বিষয়ক বিজ্ঞান কে কি বলা হয় ?

উ: পমোলজি

42. জার্মান সিলভার কোন কাজে ব্যবহার করা হয় ?

উ:বাসনপত্র তৈরিতে

43. বন্দুক তৈরীর জন্য কোন সংকর ধাতু ব্যবহার করা হয়ে থাকে ?

উ: গান মেটাল

44. কাটা আপেল কিছুক্ষণ পরে লাল হওয়ার কারণ
কি ?

উ: আয়রন অক্সাইড এর কারণে

45. লোহার উপর মরচে পড়লে লোহার ওজন কি হয় ?

উ:ওজন বেড়ে যায়

46. দেশলাই বক্সের দুইপাশ কি দ্বারা তৈরি থাকে ?

উ: রেড ফসফরাস এবং পাউডার গ্লাস দিয়ে

47. গ্রীন হাউস এফেক্ট এর জন্য কোন গ্যাস সবচেয়ে বেশি দায়ী ?

উ:কার্বন ডাই অক্সাইড

48. লেবুতে কোন এসিড থাকে ?

উ:সাইট্রিক এসিড

49. বিমানের উচ্চতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

উ: অল্টোমিটার

50. পিতল কোন কোন সংকর ধাতু দিয়ে তৈরি  ?

উ:তামা ও দস্তা

51. মানুষের পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডটির নাম কি ?

উ:হাইড্রোক্লোরিক অ্যাসিড ( HCL )

52. ফিলামেন্ট বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?

উ:আর্গন গ্যাস

53. বিভব পার্থক্য মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

উ:ভোল্ট মিটার

54. কোন ধাতুর রোধাঙ্ক সব থেকে কম ?

উ: রূপো

55. অয়েল অব ভিট্রিয়ল নামে কে পরিচিত ?

উ: সালফিউরিক অ্যাসিড

56. লাল লিটমাস ক্ষার দ্রবণে কোন বর্ণ ধারণ করে ?

উ: নীল

57. পেনসিল লেড কাকে বলা হয় ?

উ: গ্ৰাফাইটকে

58. জিঙ্কে প্রলেপ দিতে কি ব্যবহার করা হয় ?

উ:জিঙ্ক ক্লোরাইড

59. পোড়া কাঠ থেকে কোন গ্যাস উৎপন্ন হয় ?

উ: কার্বন ডাই অক্সাইড

60. ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোন গ্যাসটি ?

উ: অ্যাসিটিলিন

61. কোন দুটি উত্তেজক পানীয় দ্রব্য থেকে ক্যাফেইন পাওয়া যায় ?

উ: চা ও কফি

62. 10% অ্যাসিটিক অ্যাসিড কে কি বলা হয় ?

উ: ভিনিগার

63. বিশুদ্ধ সেলুলোজ কি কাজে ব্যবহার করা হয় ?

উ:পেপার তৈরীর কাজে

64. জলের ক্ষরতা দূরীকরণের জন্য কি ব্যবহার করা হয় ?

উ: জিওলাইট

65. সাধারণ টেম্পারেচারে তরল ধাতুর নাম কি ?

উ: পারদ

66. স্টোভের কেরোসিন শিখা জলার কারণ হলো ?

উ: ক্যাপিলারি অ্যাক্সনের জন‍্য

67. পানীয় দ্রব্য চা এর PH মান কত ?

উ: 7.4

68. চোখ পরিষ্কার করার জন্য কোন এসিড ব্যবহার করা হয় ?

উ: বোরিক অ্যাসিড

69. আলোর বর্ণ বিশ্লেষণ এর জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

উ: স্পেকট্রোমিটার

70. লেন্সের ক্ষমতার একক কি ?

উ: ডায়োপ্টার

71. প্রোটিনে কোন অ্যাসিড পাওয়া যায় ?

উ: অ্যামিনো এসিড

72. মানুষের মূত্র কোন এসিড ধর্মী ?

উ: ইউরিয়া

73. জলের চেয়ে হালকা ধাতুর নাম কি ?

উ: সোডিয়াম

74. হাসপাতালে বদ্ধ  বায়ুকে শুদ্ধ করার জন্য কি ব্যবহার করা হয় ?

উ: সোডিয়াম পার অক্সাইড

75. কোন ব্যক্তি টেলিফোন আবিষ্কার করেন ?

উ: গ্ৰাহাম বেল

76. অ্যারোমেটিক যৌগের উৎস হল ?

উ: আলকাতরা

77. সাবান সহজে ফেনা উৎপন্ন করে কোন জলে ?

উ: মৃদু জলে

78. রসায়নে প্রথম নোবেল প্রাপক কোন বিজ্ঞানী ?

উ: ভ‍্যাল্ট হক

79. 95% ইথাইল অ্যালকোহল  5%  জলের মিশ্রণ কে
কি বলা হয় ?

উ: রেকটিফাইড স্পিরিট

80. জলের থেকে সোনা কত গুণ ভারী ?

উ: 19 গুন

81. অ্যাটম শব্দের আক্ষরিক অর্থ কি গ্ৰিক ভাষায় ?

উ: অবিভাজ্য

82. কোন দুটি প্রধান উপাদান দ্বারা সিমেন্ট প্রস্তুত করা হয় ?

উ: চুন ও সিলিকা

83. সবচেয়ে ভালো বিদ্যুৎ সংযোগ ঘটে কোন ধাতু ?

উ: রুপো

84. সমুদ্রের জলে কত শতাংশ সোডিয়াম ক্লোরাইড রয়েছে ?

উ: 3.9%

85. ইটাই ইটাই রোগের সৃষ্টির জন্য দায়ী কে ?

উ: ক্যাডমিয়াম

86. সিলিকোসিস রোগটি কোন কারণে হয়ে থাকে ?

উ: বায়ুতে সিমেন্ট কণা দূষণের ফলে

87. আলোক কী ধরনের ধোয়াশার উদাহরণ ?

উ: জারক ধোয়াশা

88. ক্যাটিনেশন ধর্ম লক্ষ্য করা যায় মূলত কোন
মৌলের ?

উ:কার্বন

89.মাটির রং লাল হওয়ার কারণ কি ?

উ: মাটিতে অধিক আইরনের উপস্থিতি

90.সবচেয়ে কম গলনাঙ্ক ধাতু কোনটি ?

উ: সীসা

91.সাপের বিষে কি থাকে ?

উ: জিঙ্ক থাকে

92.কাঁচ তৈরির মূখ‍্য উপাদান হল  ―

উ : বালি

93. প্রকৃতি থেকে বেশি কোন ধাতু প্রাপ্ত ?

উ: অ্যালুমিনিয়াম

94.হাইড্রোজেন এর আবিষ্কারক হলেন ―

উ: ক‍্যাভেণ্ডিস

95.লাফিং গ‍্যাস এর সংকেত কি ?

উ: N2O

96. প্রকৃতি থেকে পাওয়া কঠিন মূল্যবান পদার্থ
কোনটি ?

উ: হীরে

97. হিটারের কয়েল বানাতে কোন তার প্রয়োজন হয় ?

উ:নাইক্রোম

98.জলের ঘনত্ব সর্বাধিক হয় কত ডিগ্রী টেম্পারেচারে ?

উ: 4 ডিগ্ৰী

99. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি শ্রেণি ও কয়টি পর্যায় রয়েছে ?

উ: 9 টি শ্রেনী ও 7 টি পর্যায়

100. ইদুর মারার জন্য কি ব্যবহার করা হয় ?

উ: জিঙ্ক ফসফাইড

 

আরও পড়ুন : Top 100 + Gk In Bengali