Gk Mock Test Bengali | বাংলা জেনারেল নলেজ পর্ব -24

টেলিগ্ৰামে জয়েন করুন

Gk Mock Test Bengali | বাংলা জেনারেল নলেজ পর্ব -24

 

1.দক্ষিন ভারতের গঙ্গা কাকে বলা হয় ?

উ:গোদাবরী কে

2.রক্তের শ্রেণী বিভাগ কে করেন ?

উ:ল‍্যান্ড স্টেইনার

3.কোন রং এর বিচ‍্যুতি সবথেকে কম ?

উ:লাল

4.পলাশীর যুদ্ধ গ্ৰন্থটির লেখক কে ?

উ:নবীন চন্দ্র সেন

5.কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাপ্ত করেন ?

উ:ইলতুৎমিস

6.মানবদেহের জিনের সংখ্যা কত ?

উ: 40000

7.সাপের বিষে কোন ধাতুর কণা থাকে ?

উ:জিঙ্ক

8.সম্প্রতি বাসমতি চালের জন্য GI  ট‍্যাগ পেল কোন
 দেশ ?

উ:পাকিস্তান

9.সিন্ধু যুগের ম‍্যানচেস্টার নামে পরিচিত কে ?

উ:লোথাল

10.বংশগতির জনক কে ?

উ:মেন্ডেল

11.নাইট্রোজেন এর পারমাণবিক সংখ‍্যা কটি ?

উ: 7 টি

12.চন্দ্র 2 এর রোভারটির নাম কি ছিল ?

উ:প্রজ্ঞান

13.মানস ব‍্যঘ্র প্রকল্প কোথায় অবস্থিত ?

উ:আসাম

14.বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ‍্যোতি দেখা যায় ?

উ:আয়নোস্ফিয়ার

15.অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় কে ?

উ:কেডি যাদব

16.ভারতের চলচিত্রের জনক কাকে বলা হয় ?

উ:দাদাসাহেব ফালকে

17.ইরাকের রাজধানীর নাম কি ?

উ:বাগদাদ

18.রাজ‍্যসভায় কে সভাপতিত্ব করেন ?

উ: উপরাষ্ট্রপতি

19.আপেক্ষিক তাপ বেশি সবচেয়ে কোন তরলের ?

উ:জল

20.কোন শহরের জনসংখ্যা কত হলে তাকে মেগাসিটি বলে ?

উ:1 কোটি

21.সুইড্রেনের মুদ্রার নাম কি ?

উ: ক্রোন

22.ভারতের প্রসাদ নগরী কাকে বলা হয় ?

উ:কলকাতা

23.পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি ?

উ:তিব্বত

24.উকাই প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত ?

উ:তাপ্তি

25.সবচেয়ে ভারী মৌল‍্য কোনটি ?

উ:ইউরেনিয়াম

26.শেরশাহের সমাধি কোথায় অবস্থিত ?

উ:সাসারাম

27.কোন মাটির জলধারন ক্ষমতা সবচেয়ে বেশি ?

উ:এঁটেল

28.সাডেন ডেথ কথাটি কোন খেলার সাথে যুক্ত ?

উ:হকি

29.দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত ?

উ:রাজস্থান

30.মাএ 25 বছর বয়সে ভারতের কনিষ্ঠতম মহিলা পাইলট কে হলেন ?

উ:আয়েশা আজিজ

Gk Mock Test Bengali | বাংলা জেনারেল নলেজ পর্ব -24

 

Leave a Comment