Gk Mock Test In Bengali | পর্ব -22

টেলিগ্ৰামে জয়েন করুন
Gk Mock Test In Bengali 

 

Gk Mock Test In Bengali

 

1. 2022 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?

উ:হাঙ্গচাউ

2.স্বপ্না বর্মন কোন রাজ‍্যের বাসিন্দা ?

উ:পশ্চিমবঙ্গের

3.ভারতের সিলিকন ভ‍্যালি কাকে বলা হয় ?

উ: বেঙ্গালুরু

4.মেইনক‍্যাম্প কার আত্মজীবনী ?

উ:হিটলার

5.প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় ?

উ: 1930 সালে

6.স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় ?

উ: 1951-1952 সালে

7.কটক শহর কোন নদীর তীরে অবস্থিত ?

উ:মহানদী

8.পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি ?

উ:গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ

9.ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন ?

উ:আচার্য বিনোভা ভাবে

10.খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উ:বাবর ও মেবারের রানা সংগ্ৰাম সিংহ

11.কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত ?

উ:মোটর রেসিং

12. 1 Nible কত Bit ?

উ: 4 Bit

13.জলগাঁও শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উ: তাপ্তি

14. এশিয়ার বৃহত্তম নদী কোনটি?

উ: ইয়াংসিকিয়াং

15. সবচেয়ে বেশি  পরিমাণে প্রোটিন  পাওয়া যায়  কিসে  ?

উ:মাছ

16. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

উ: পেমোলজি

17. ঘুম রেলওয়ে স্টেশন এর উচ্চতা কত ?

উ: 2247

18. বিশ্ব বন্যপ্রাণী ফ্রাণ্ড কোথায় অবস্থিত ?

উ: সুইজারল্যান্ড

19.বিশ্বের প্রথম ইকো সিটি কোনটি ?

উ:ব্রাজিল

20.মেগাস্থিনিস কার দূত ছিলে ?

উ: সেলুকাসের

21.ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?

উ:তারাপুর

22.সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?

উ:ফুটবল

23.বস্কারের যুদ্ধ কত সালে হয় ?

উ: 1764 সালে

24.ব্ল‍্যাক প‍্যাখোডা কোথায় অবস্থিত ?

উ:কোনারক

25.পূর্ব রেলওয়ে এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উ:কলকাতা

26. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময় কত বছর ?

উ:65 বছর

27.ভারতে পুলিশ ব‍্যাবস্থার প্রচলন কে করেন ?

উ: লর্ড কর্নওয়ালিশ

28.রাজা রামমোহন রায় কে কে রাজা উপাধি দেন ?

উ:দ্বিতীয় আকবর

29.হিয়েং সাং কার আমলে ভারতে আসেন ?

উ: হর্ষবর্ধন

30.বৃষ্টি নীচের দিকে পরার কারন কি ?

উ:পৃষ্টটান

Leave a Comment