ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রকৃতি

টেলিগ্ৰামে জয়েন করুন

ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রকৃতি

সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ? ফরাজি আন্দোলনের প্রকৃতি ? সম্পর্কে বিস্তৃত আলোচনা। চনুল দেখে নেওয়া যাক বিস্তৃত আলোচনাটি।

ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য :

ভূমিকা : উনিশ শতকে হাজি শরিয়ত উল্লাহর নেতৃত্বে ফরাজি- আন্দোলন (1820 -62 খ্রি.) ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ করা যায় সেগুলি হল-

1. ইসলামের শুদ্ধিকরণ : বাংলায় ইসলামের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে প্রথম ফরাজি- আন্দোলন শুরু হয়। আন্দোলনের প্রবর্তক হাজি শরিয়ত উল্লাহ তাঁর অনুগামীদের পবিত্র কোরানের আদর্শগুলি মেনে চলার পরামর্শ দেন।

2. রাজনৈতিক রূপ গ্রহণ : ধর্মীয় উদ্দেশ্য নিয়ে ফরাজি আন্দোলন শুরু হলেও এই আন্দোলন শীঘ্রই রাজনৈতিক রূপ নেয় । অত্যাচারী ব্রিটিশ কোম্পানি , জমিদার ও নীলকরদের বিরুদ্ধে এই আন্দোলন আরও শক্তিশালী হয়।

3. অত্যাচারের বিরোধিতা : ফরাজি আন্দোলনকারীরা অত্যাচারী জমিদার ও নীলকরদের বাসভবন আক্রমণ করে তাদের আধিপত্য ধ্বংসের উদ্যোগ নেয়।

4. সংগঠন নির্মাণ : ইংরেজ বাহিনী , জমিদার ও নীলকরদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে সমগ্র ফরাজিদের সংগঠন গড়ে তোলা হয়।

5. পঞ্চায়েত ব্যবস্থা : দুদু মিঞা ইসলামের অনুকরণে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি পঞ্চায়েত ব্যবস্থা চালু করেন।

6. মুসলিম প্রাধান্য : ফরাজি আন্দোলনে দরিদ্র মুসলিম কৃষকদের সর্বাধিক প্রাধান্য দেখা যায়। আন্দোলনে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অংশগ্রহণ বিশেষ উল্লেখযোগ্য ছিল না।

মূল‍্যায়ন : ইসলামের আদর্শকে সামনে রেখে সংগঠিত ফরাজি- আন্দোলন স্বাভাবিকভাবেই ধর্মের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছিল। তাই শেষপর্যন্ত এই আন্দোলনের বৈশিষ্ট্যের মধ্যে ইসলামীয় প্রাধান্যই সবচেয়ে বড়ো হয়ে দাঁড়িয়েছিল।

ফরাজি আন্দোলনের চরিত্র / প্রকৃতি / স্বরূপ :

ভূমিকা : উনিশ শতকে বাংলায় দরিদ্র মুসলিম কৃষকদের মধ্যে ফরাজি আন্দোলন নামে এক শুদ্ধিকরণ আন্দোলন গড়ে ওঠে । এই আন্দোলনের চরিত্র বা প্রকৃতি নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক লক্ষ করা যায় সেগুলি হল-

1. ধর্মীয় আন্দোলন : দরিদ্র মুসলিম কৃষকদের উদ্যোগে পরিচালিত হলেও ফরাজি- আন্দোলন ছিল মূলত একটি ধর্মীয় আন্দোলন। ইসলাম ধর্মের সংস্কারই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য।

2. কৃষক আন্দোলন : ফরাজি আন্দোলনে দরিদ্র মুসলিম কৃষকদের ব্যাপক অংশগ্রহণ দেখে কেউ কেউ একে কৃষক আন্দোলন বলে অভিহিত করেছেন। অধ্যাপক নরহরি কবিরাজ মনে করেন যে , ফরাজি- আন্দোলনের সঙ্গে ধর্মীয় বিষয় সংযুক্ত থাকলেও এটি ছিল মূলত এক কৃষক আন্দোলন।

3. ব্রিটিশ – বিরোধিতা : কেউ কেউ মনে করেন যে , ফরাজি- আন্দোলনকারীরা বাংলা থেকে বিদেশি ব্রিটিশ শাসনের উচ্ছেদ করতে চেয়েছিল। ড. অভিজিৎ দত্তের মতে, ফরাজি- আন্দোলন জনগণের সম্পূর্ণ স্বাধীনতা সংগ্রামের পূর্ণ বৈপ্লবিক রূপ দান করেছিল।

4. হিন্দু – বিরোধিতা : কোনো কোনো ক্ষেত্রে কিছু দরিদ্র হিন্দুও ফরাজি- আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন । তবে ফরাজি আন্দোলনের হিন্দু – বিরোধিতা প্রকট হয়ে উঠলে হিন্দুরা শীঘ্রই আন্দোলন থেকে দূরে সরে যায়।

5. উদ্দেশ্যহীনতা : অধ্যাপক বিনয়ভূষণ চৌধুরীর মতে, ফরাজি- আন্দোলন প্রতিবাদী ধর্ম আন্দোলন থেকে কৃষক আন্দোলনে পরিণত হলেও আন্দোলনকারীরা জমিদারি প্রথা বা নীলচাষের বিলোপ চায়নি । তাদের ব্রিটিশ বিরোধিতাও ছিল ধোঁয়াটে।

মূল‍্যায়ন : ফরাজি-আন্দোলন এক অর্থে কৃষক আন্দোলন হলেও এর মধ্যে ধর্মীয় প্রাধান্যই ছিল বেশি । তাই কেউ কেউ এই আন্দোলনকে মুসলিম সম্প্রদায়ের পুনরুজ্জীবনবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন :

ওয়াহাবি আন্দোলনের কারণ, বৈশিষ্ট্য, প্রকৃতি ও গুরুত্ব

2 thoughts on “ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রকৃতি”

Leave a Comment