ক্ষয়চক্র MCQ প্রশ্ন উত্তর | ক্ষয়চক্রের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

ক্ষয়চক্র MCQ প্রশ্ন উত্তর | ক্ষয়চক্রের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ক্ষয়চক্র MCQ প্রশ্ন উত্তর : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম ক্ষয়চক্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য এই প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক ক্ষয়চক্র MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর গুলি।

ক্ষয়চক্র MCQ প্রশ্ন উত্তর :

1. স্বাভাবিক ক্ষয়চক্রের যে পর্যয়ে নদীগ্রাস ঘটে- যৌবন

2. স্বাভাবিক ক্ষয়চক্রের যে পর্যায়ে নদীর সংখ্যা সর্বাধিক হয় – পরিনত

3. স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা হল – সমুদ্র জলতল

4. ‘ ক্ষয়চক্রের শেষ সীমা ‘ ধারনাটির প্রবর্তন করেন – পাওয়েল

5. বিবর্তন বাদ , বস্তুর জনক হলেন –উরউইন

6.মরু অঞ্চলে অবশিষ্ট উচ্চভূমিকে বলে – ইনসেলবার্জ

7.ডেভিস তাঁর স্বাভাবিক ক্ষয়চক্রের ধারনা দেন – 1899 সালে

8. Geographical Essays গ্রন্থটির লেখক হলেন – ডেভিস

9.নিক বিন্দু বরাবর যে ভূমিরুপ সৃষ্টি হয় – জলপ্রপাত বলে

10.’কোনো অঞ্চলের ভূমিরুপ হল গঠন , প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি ‘ ধারনাটি দিয়েছেন- ডেভিস

11.মরু ক্ষয়চক্রের শেষ সীমা হল- স্থায়ী ভৌমজল এবং প্লায়া হ্রদ

12. ‘ ভূমিরুপের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস আছে উক্তিটি দিয়েছেন- ডেভিস

13.স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে সৃষ্ট ভূমিরুপকে যিনি প্যানপ্লেন নামে অভিহিত করেছেন- ক্রিকমে

14.মরু অঞ্চলে ছোটো ছোটো লবনাক্ত হ্ৰন্দগুলি যে নামে পরিচিত – প্লায়া

15.ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্ট সমতলভূমিকে পেঙ্ক যে নামে অভিহিত করেছেন – এন্ডরাম্ফ

16.ইনসেলবার্জগুলি সাধারনত যে শিলা দ্বারা – গ্রানাইট এবং নিস নিসেশলা দ্বারা

17.স্বাভাবিক ক্ষয়চক্রের প্রধান কার্যকরি শক্তি হল – নদী

18.মরু ক্ষয়চক্রের প্রধান কার্যকরি শক্তি হল – বায়ু

19.বোর্নহাট ভূমিরুপটির ধারনাদেন- ভিলহেলম বোর্নহাট

20.ডেভিস তাঁর মরু ক্ষয়চক্রের ধারনা দেন – 1905 সালে

আরও পড়ুন :

ভূ গাঠনিক প্রক্রিয়ার প্রশ্ন উত্তর

আগ্নেয়গিরির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভারতের স্বাভাবিক উদ্ভিদের প্রশ্ন উত্তর

Leave a Comment