একা আন্দোলন সম্পর্কে কি জানো

টেলিগ্ৰামে জয়েন করুন

একা আন্দোলন সম্পর্কে কি জানো

সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বটিতে শেয়ার করলাম একা আন্দোলন সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আলোচনাটি সম্পর্কে।

একা আন্দোলন :

ভূমিকা : মহাত্মা গান্ধির ডাকে ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন (1920-22 খ্রি.) শুরু হলে উত্তরপ্রদেশে এই আন্দোলনের ব্যাপক প্রভাব দেখা যায়। এই রাজ্যের অযোধ্যা অঞ্চলে কৃষকদের নিয়ে একা আন্দোলন গড়ে ওঠে।

1. ‘ একা ’ নামকরণ : 1921 খ্রিস্টাব্দের শেষ ও 1922 খ্রিস্টাব্দের প্রথমদিকে কৃষক আন্দোলন তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারী কৃষকরা একতাবদ্ধ থাকার শপথ নেওয়ায় এই আন্দোলনের নাম হয় ‘ একা ’ বা ‘ একতা ’ আন্দোলন।

2. নেতৃত্ব : একা- আন্দোলনে নেতৃত্ব দেন মাদারি পাশি ও বাবা গরিবদাস। এই আন্দোলন উত্তরপ্রদেশের উত্তর – পশ্চিম অযোধ্যা অঞ্চলের হরদৈ , বারাবাঁকি , সীতাপুর , বারাইচ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে।

পড়ুন : অসহযোগ আন্দোলন

3. কারণ : একা- আন্দোলনের গুরুত্বপূর্ণ কারণ গুলি হল-

i. কৃষকদের ওপর অতিরিক্ত 50 % নতুন কর আরোপ।
ii. কর আদায়ে অধিক অত্যাচার ।
iii. প্রভুর জমি ও খামারে কৃষককে বিনা বেতনে বেগার শ্রম দিতে বাধ্য করা হত।

4. শপথ : আন্দোলনকারীরা শপথ গ্রহণ করে যে , তারা-

i. অতিরিক্ত কর দেবে না।
ii. বেগার শ্রম দেবে না।
iii. অপরাধীদের সাহায্য করবে না।
iv. জমি থেকে তাদের উৎখাত করলেও তারা জমি ছেড়ে যাবে না।
v. তারা পঞ্চায়েতের যাবতীয় সিদ্ধান্ত মেনে নেবে।

5. কংগ্রেসের ভূমিকা : প্রথমের দিকে কংগ্রেস একা- আন্দোলনের প্রতি সমর্থন জানালেও কিছুসময় পর এই আন্দোলনে হিংসার আগমন ঘটলে কংগ্রেস ও জাতীয় নেতৃবৃন্দ এই আন্দোলন থেকে দূরে সরে যায়।

মূল‍্যায়ন : একা আন্দোলনের নেতৃত্ব থেকে কংগ্রেস ও জাতীয় নেতৃবৃন্দ সরে গেলে আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর ওপর তীব্র সরকারি দমননীতির ফলে 1922 খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ এই আন্দোলন থেমে যায়।

আরও পড়ুন : 

ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব

ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রকৃতি

1 thought on “একা আন্দোলন সম্পর্কে কি জানো”

Leave a Comment