সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুল কাকে বলে | সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুলের পার্থক্য

টেলিগ্ৰামে জয়েন করুন

সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুল : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পাঠটিতে আলোচনা করলাম সম্পূর্ণ ফুল কাকে বলে ? অসম্পূর্ণ ফুল কাকে বলে এবং সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুলের পার্থক্য সম্পর্কে।

সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুল কাকে বলে | সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুলের পার্থক্য

সম্পূর্ণ ফুল কাকে বলে :

যে ফুলের সব পুষ্পস্তবক (বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক) থাকে, তাকে সম্পূর্ণ ফুল বলে। উদাহরণ : জবা, ধুতরো, মটর, অপরাজিতা ইত্যাদি।

অসম্পূর্ণ ফুল কাকে বলে :

যেসব ফুলে এক বা একাধিক পুষ্পস্তবক থাকে না, তাদের অসম্পূর্ণ ফুল বলে। উদাহরণ : রজনিগন্ধা (বৃত্তি থাকে না), ধান (দলমণ্ডল থাকে না), কুমড়ো, লাউ (পুংস্তবক অথবা স্ত্রীস্তবক থাকে না)।

অসম্পূর্ণ ফুলে যখন কেবল পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক থাকে না তখন তাকে পুরুষ ফুল এবং যখন কেবল স্ত্রীস্তবক থাকে, পুংস্তবক থাকে না, তখন তাকে স্ত্রী ফুল বলে।

সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুলের পার্থক্য :

সম্পূর্ণ ফুলঅসম্পূর্ণ ফুল
1. এইপ্রকার ফুলে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক নামক চারটি স্তবক আছে।1. এইপ্রকার ফুলে চারটি স্তবকের এক বা একাধিক স্তবক থাকে না 
2.

অসম্পূর্ণ ফুল একলিঙ্গ বা উভলিঙ্গ হতে পারে।উদাহরণ : লাউ, কুমড়ো, রজনিগন্ধা, বনতুলসী ইত্যাদি।

2. সম্পূর্ণ ফুল সবসময় উভলিঙ্গ হয়। উদাহরণ : ধুতুরো, জবা, অপরাজিতা, বক, মটর ইত্যাদি।
আরও পড়ুন :

ফুল কাকে বলে? ফুলের প্রকারভেদ, বৈশিষ্ট্য ও বিভিন্ন ফুলের বিজ্ঞানসম্মত নাম ?

Leave a Comment