Bengali General Knowledge

টেলিগ্ৰামে জয়েন করুন

সুপ্রিয় দর্শক, Bengali General Knowledge এর 30 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। এই প্রশ্ন গুলির মাধ‍্যামে তোমরা তোমাদের প্রস্তুতি বাড়াতে পারবে।

bengali General Knowledge

Bengali General Knowledge

1. মানব মস্তিষ্কের কোন অংশ ক্রোধ লজ্জা নিয়ন্ত্রন করে ?

উ: থ‍্যা‍লামাস

2. কোন হরমোন বীজের অঙ্কুরোদগমের সাহায্য করে ?

উ: জিব্বেরেলিন

3. ঘানা পাখিরালয় এর অবস্থান কোথায় ?

উ:রাজস্থান

4. সংবিধানে জিরো আওয়ার কখন শুরু হয় ?

উ: 12 টার সময়

5. মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত ?

উ: লং টেনিস

6. সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় সাধারণত কোন প্রক্রিয়ার মাধ্যমে ?

উ:বিকিরণ প্রক্রিয়া

7. মহেঞ্জোদারো কথাটির আক্ষরিক অর্থ কি ?

উ: মৃতের স্তুপ

8. মাদার তেরেসা কোন বিষয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ?

উ: শান্তি

9. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান  কোন বিষয়ের অবদানের জন্য ?

উ:গীতাঞ্জলি রচনা জন্য

10. কোন গ্রহের আকাশ গোলাপি বর্ণের ?

 উ: মঙ্গল গ্রহের

11. কোন ব্যক্তি  বারানসি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা
করেন ?

উ: জোনাথন ডানকান

12. ভারতের প্রথম আধুনিক মানুষ হিসেবে পরিচিত কোন ব্যাক্তি ?

উ: রাজা রামমোহন রায়

13. জাহাজের গতিবেগ মাপার জন্য কি ব্যবহৃত হয় ?

উ:নট

14. CFC এর সম্পূর্ণ নাম কি ?

উ: ক্লোরোফ্লোরো কার্বন

15. খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?

উ: 1527 সালে

16. পর্ণমোচী বৃক্ষের পাতা কোন সময়ে ঝরে

উ: শীতকালে

17. গরম পানি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উ:অসাম

18. মহাত্মা গান্ধীর চম্পারন সত্যাগ্রহের বিরোধিতা কে করেছিলেন ?

উ:এন জি রাঙ্গা

19. বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উ:টাইগ্রিস

20. ভারতীয় অর্থনীতি কিসের উপর নির্ভরশীল করে আছে ?

উ: কৃষি

21. সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ?

উ: লক্ষী স্বামীনাথন

22. হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে ?

উ: দয়ারাম সাহানি

23. যৌন ধর্মের 24 তম তীর্থঙ্কর কে ছিলেন ?

উ: মহাবীর

24. গৌতম বুদ্ধ কোন স্থানে দেহত্যাগ করেছিলেন ?

উ:কুশিনগর

25. ভূমিকম্পের দেশ হিসেবে পরিচিত কোন দেশ ?

উ:জাপান

26. কলিঙ্গ পুরস্কার দেয়া হয়ে থাকে সাধারণত কোন ক্ষেত্রে অবদানের জন্য  ?

উ:বিজ্ঞান ও প্রযুক্তি

27. সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ?

উ:জ্যোতিবা ফুলে

28. বুড়িবালামের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল ?

উ:1915 সালে

29. গাছের পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কে ?

উ:ক্লোরোফিল

30. তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়েছিল ?

উ: 1914 সালে

Leave a Comment