WBP Lady Constable GK Mock Test Part-4 | লেডি কনস্টেবল জিকে মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

WBP Lady Constable GK Mock Test Part-4

WBP Lady Constable GK Mock Test Part-4 : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে আমরা WBP Lady Constable GK Mock Test Part-4 সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

চলুন দেখে নেওয়া যাক WBP Lady Constable GK Mock Test Part-4 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি।

WBP Lady Constable GK Mock Test Part-4 :

1. ‘প্রাচ্যের নন্দন কানন’ কাকে বলা হয় ?

A. ইমফল উপত্যকাকে
B. সুন্দরবনকে
C. কাশ্মীর উপত্যকাকে
D. রাজমহল পাহাড়কে

উত্তর : C

2. কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত কোনটি ?

A. হুডু
B. শিবসমুদ্রম
C. ধুঁয়াধার
D. যোগ

উত্তর : B

3. মরু অঞ্চলের মাটির অপর নাম কি?

A. চারনোজেম
B. সিরোজেম
C. বেট
D. পড়সল

উত্তর : B

4. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি ?

A. ধূপগড়
B. অমরকন্টক
C. কালসুবাই
D. কোনোটিই নয়

উত্তর : A

5. ‘কিংবদন্তি বিক্রমাদিত্য’ নামে কে পরিচিত ?

A. সমুদ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. অশোক
D. কোনোটিই নয়

উত্তর : B

6. প্রাচীন ভারতীয় স্বর্ণযুগের অগ্রদূত – কাকে বলা হয় ?

A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B. সমুদ্রগুপ্ত
C. অশোক
D. কোনোটিই নয়

উত্তর : B

7. এলাহাবাদ প্রশস্তি কার লেখা ?

A. বিক্রমাদিত্য
B. অশ্বঘোষ
C. হরিসেন
D. কোনোটিই নয়

উত্তর : C

8. বিশ্বে কত ভাষায় কথা বলা হয় ?

A. 5000
B. 4000
C. 4500
D. 7000

উত্তর : A

9. ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম জনসংখ্যা আছে ?

A. গোয়া
B. ছত্রিশগর
C. সিকিম
D. মিজোরাম

উত্তর : C

10. লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত ?

A. অন্ধ্রপ্রদেশ
B. উত্তরপ্রদেশ
C. কর্ণাটক
D. ওড়িশা

উত্তর : D

11. নিম্নলিখিত কোন রাজ্যে কোলের হ্রদ অবস্থিত ?

A. পাঞ্জাব
B. মহারাষ্ট্র
C. কেরল
D. অন্ধ্রপ্রদেশ

উত্তর : D

12. গুরুশিখর শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত ?

A. কেরল
B. হরিয়ানা
C. বিহার
D. রাজস্থান

উত্তর : D

13. নিম্নলিখিত কোন জায়গায় RBI এর নোট ছাপা হয় ?

A. চেন্নাই
B. নাসিক
C. সুরাট
D. চন্ডীগড়

উত্তর : B

14. কাৰ্চিন পাহাড় ভারত ও কোন দেশের সাথে সীমা তৈরি করে ?

A. মায়ানমার
B. নেপাল
C. চীন
D. ভূটান

উত্তর : A

15,. কেরলের সমুদ্র তটে ভরপুর মাত্রায় কি পাওয়া যায় ?

A. ক্যালসিয়াম
B. রেডিয়াম
C. থোরিয়াম
D. কোনোটিই নয়

উত্তর : C

আরও পড়ুন :

WBP Lady Constable GK Mock Test Part-3

1 thought on “WBP Lady Constable GK Mock Test Part-4 | লেডি কনস্টেবল জিকে মকটেস্ট”

Leave a Comment