মানবদেহের বিভিন্ন রোগ ও আক্রান্ত স্থান সমূহ | Human Body

টেলিগ্ৰামে জয়েন করুন

আরও পড়ুন : বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান

 

মানবদেহের বিভিন্ন রোগ ও আক্রান্ত স্থান

মানবদেহের বিভিন্ন রোগ ও  আক্রান্ত স্থান সমূহ আজকের বিশেষ পর্ব । মানবদেহের বিভিন্ন রোগ ও  আক্রান্ত স্থান জীবন বিজ্ঞানের এই অধ্যায় থেকে মূলত বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যেমন ম্যালেরিয়া, যক্ষা, গলগন্ড, জন্ডিস, পোলিও, নিউমোনিয়া এবং এইডস ইত‍্যাদি মানবদেহের রোগ ও  আক্রান্ত স্থান এর নাম এইগুলোই পরীক্ষায় বারবার দিয়ে থাকে তো আর দেরি না করে পর্বটি সবাই দেখে নাও।

মানবদেহের বিভিন্ন রোগ ও আক্রান্ত স্থান :

রোগ সমূহ আক্রান্ত স্থান
যক্ষা ফুসফুস
অ্যাজমা ফুসফুস
এইডস দেহের প্রতিরোধ ক্ষমতা
হেপাটাইটিস যকৃত
মেনিনজাইটিস মস্তিষ্ক
গলগন্ড থাইরয়েড
পাইরিয়া দাঁত
পোলিও পা
মধুমেহ অগ্নাশয়
ম্যালেরিয়া প্লীহা
টাইফয়েড অন্ত্র
আর্থারাইটিস হাড়ের সংযোগস্থল
জন্ডিস যকৃত
প্যারালাইসিস অস্থি ও স্নায়ু
ছানি চোখ
ওটিস কান
কনজাংটিভাইটিস চোখ
ডারমাটাইটিস ত্বক
নিউমোনিয়া ফুসফুস

আরও পড়ুন : বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. যক্ষা রোগের জীবাণুর নাম কি ?

উ: মাইক্রোব্যাকটৈরিয়াম টিউবারকুলোসিস

2. ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি ?

উ: প্লাজমোডিয়াম ভাইভাক্স

3. ম্যালেরিয়া কি বাহিত রোগ ?

উ: মশা বাহিত রোগ।

4. ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন ?

উ: 1897 সালে বিজ্ঞানী রোনাল্ড রস

5. যক্ষা রোগের টিকার নাম উল্লেখ কর ?

উ:BCG

6. যক্ষা রোগের জীবাণু কে আবিষ্কার করেন ?

উ: 1882 সালে বিজ্ঞানী রবার্ট কচ

7. ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন ?

উ: 1675 সালে বিজ্ঞানী রবার্ট হুক

8. গলগন্ড রোগটি কিসের অভাবজনিত কারণে দেখা দেয় ?

উ: আয়োডিন

9. এইডস এর সম্পূর্ণ নাম কি ?AIDS

উ: Acquired Immuno Deficiency Syndrome

10. পাইরিয়া রোগটি কোথায় হয় ?

উ: দাঁত

Leave a Comment