42,500 শিক্ষকের প‍্যানেল বাতিলের হুশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

টেলিগ্ৰামে জয়েন করুন

42,500 শিক্ষকের প‍্যানেল বাতিলের হুশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য বেরিয়ে আসছে টেট 2014 নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে চলে যেতে পারে 42,500 শিক্ষকের চাকরি এমনই মন্তব্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন ঢাকি সহ বিসর্জন দিয়ে দেবো।

42,500 শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা স্ম আমাদের ২০১৪ টেটের কথা মনে পড়ে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে একের পর এক নজরবিহীন তথ্য সামনে আসছে। এমত অবস্থায় করা হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যোগ্য প্রার্থীদের বদলে অযোগ্য প্রার্থীদের চাকরি হয়েছে এমনই তথ্য বার বার উঠে আসছে।

পড়ুন : বেআইনি শিক্ষকদের খেলা কি শেষ

প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় 2014 প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2014 টেটের প্যানেল অনুযায়ী 42,500 শিক্ষকের নিয়োগ হয়েছিল প্রাথমিকে। প্রয়োজনে সেই প্যানেল বাতিল করে দেওয়া হবে বলে এমনই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

মামলাকারীদের অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে যেসব তথ্যগুলি আপলোড করা হয়েছিল সেগুলো কার্যসঙ্গত বেশিরভাগই ভুয়ো। মামলাকারীদের দাবি 42 হাজার শিক্ষকের মধ্যে 32 হাজার শিক্ষকের নম্বর বেআইনি ভাবে বাড়ানো হয়েছিল। এই পরিপেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই গোটা প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়ে মন্তব্য করে ‘ঢাকি সহ বিসর্জন, দিয়ে দেবো।

Visit > wbbpe.org

1 thought on “42,500 শিক্ষকের প‍্যানেল বাতিলের হুশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়”

Leave a Comment