ভারতের বিভিন্ন উপজাতির নাম

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের বিভিন্ন উপজাতির নাম | Name Of Tribes In India

ভারতের বিভিন্ন উপজাতি

উপজাতি কি ?

একটি উপজাতি হলো সমাজের ঐতিহ্যগত সামাজিক বিভাজন যা একটি সাধারণ সংস্কৃতি উপভাষা সহ, সামাজিক অর্থনৈতিক, ধর্মীয়রক্তের বন্ধন দ্বারা অর্থবতী পরিবারের সমন্বয়ে গঠিত। একটি উপজাতির কিছু নির্দিষ্ট গুণাবলী এবং বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে এক অনন্য সংস্কৃতিক, সামাজিক ও ও রাজনৈতিক সত্তা গড়ে তোলে। সুতরাং আজ আমরা ভারতের বিভিন্ন উপজাতি সম্পর্কে জানবো।

ভারতের বিভিন্ন উপজাতির :

ভারতের সংবিধানের ৫ নম্বর তপশিলের অধীনে ভারতের বিভিন্ন উপজাতি সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই সংবিধান দ্বারা স্বীকৃতি উপজাতিগুলি তপশিলি উপজাতি নামে পরিচিত । ভারতে অনেক স্বতন্ত্র উপজাতি লক্ষ্য করা যায়। সুতরাং ভারতের বিভিন্ন উপজাতি এর তালিকাটি দেখে নিন।

ভারতের বিভিন্ন উপজাতির :

1উপজাতির নামরাজ‍্য
2টোডাতামিলনাড়ু
3উরালিকেরালা
4শম্পেনআন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
5ওয়াঞ্চোঅরুণাচল প্রদেশ
6ওয়ারলিমহারাষ্ট্র গুজরাট সীমান্ত
7গুজ্জরজম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ
8খরিয়াঝাড়খন্ড উড়িষ্যা
9খোন্ডউড়িষ্যা
10খাসিমেঘালয় অসম
11ইরুলাতামিলনাড়ু
12জয়ন্তিয়ামেঘালয়
13গারোমেঘালয়
14জারোয়াআন্দামান দ্বীপপুঞ্জ
15কোলমধ্যপ্রদেশ
16কানিক্করণতামিলনাড়ু
17কাটকারিমহারাষ্ট্র
18কোটাতামিলনাড়ু
19নাগানাগাল্যান্ড
20নিশিঅরুণাচল প্রদেশ
21কুকিঅরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারত
22ওঁরাওঝাড়খন্ড উড়িষ্যা
23লাহাউলাহিমাচল প্রদেশ
24আবোরউত্তর পূর্ব ভারত
25অঙ্গিআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
26আদিবাসীছত্রিশগড়
27লেপচাসিকিম
28লুসাইত্রিপুরা, মিজোরাম
29অঙ্গামিনাগাল্যান্ড
30গাদ্দিহিমাচল প্রদেশ
31গ‍্যালোউত্তর পূর্ব ভারত
32মুরিয়াছত্রিশগড়
33সাঁওতালপশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খন্ড বিহার
34আপতামিঅরুণাচল প্রদেশ
35বড়াগাতামিলনাড়ু
36বকরওয়ালজম্মু ও কাশ্মীর
37ভুটায়াউত্তরাখণ্ড
38মিনারাজস্থান
39মোপলাঁকেরালা
40সীমানাগাল্যান্ড
41বিরহোরমধ্যপ্রদেশ ও ঝাড়খন্ড
42ভিলমধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান গুজরাট
43চ‍্যাংনাগাল্যান্ড
44মুন্ডাঝাড়খন্ড উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ
45সেন্টিনেলআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
46যুর্বাতামিলনাড়ু
47জুয়াংউড়িষ্যা
48মালাচেরিলাক্ষাদ্বীপ
49পাহাড়িয়াঝাড়খন্ড
50পুলিয়ানকেরালা

 

আরও পড়ুন :

 জীবিকা দিশারি

হরমোন কাকে বলে ? এবং হরমোনের গুরুত্বপূর্ণ প্রশ্ন ?

 গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. কুফি উপজাতি কোথায় দেখা যায় ?

উ: অরুণাচল প্রদেশ ব্যতিরেক উত্তর পূর্ব ভারত

2.লুসাই উপজাতি কোথায় লক্ষ্য করা যায় ?

উ: ত্রিপুরা ও মিজোরাম

3. টোডা উপজাতি কোথায় লক্ষ্য করা যায় ?

উ: তামিলনাড়ু

4. ভিল উপজাতি কোথায় লক্ষ্য করা যায় ?

উ: মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট

5. লোধা উপজাতি কোথায় দেখা যায় ?

উ: পশ্চিমবঙ্গ

6. ভারতের কোন রাজ্যে উপজাতির সংখ্যা সর্বাধিক ?

উ: অরুণাচল প্রদেশ

Leave a Comment