বিভিন্ন উপক্ষারের উৎস ও অর্থনৈতিক গুরুত্ব

টেলিগ্ৰামে জয়েন করুন

 

বিভিন্ন উপক্ষারের উৎস ও অর্থনৈতিক গুরুত্ব

একটি উপক্ষার হল প্রাকৃতিক ভাবে সৃষ্টি হওয়া জৈব নাইট্রোজেন গুলির একটি শ্রেণী যার উৎস হল উদ্ভিদ । এই বিভিন্ন উপক্ষার গুলির অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, উপক্ষার গুলি থেকে সাধারণত বহু কঠিন রোগের মূল্যবান মূল ওষুধ উৎপাদিত হয় যেমন- উচ্চ রক্তচাপ, হাঁপানি, মাদক দ্রব্য তৈরি, ব্যথা বেদনা ইত্যাদি সহ নানা ধরনের রোগ নিরাময়ের চিকিৎসায় ব্যবহৃত হয় ।

বিভিন্ন উপক্ষারের উৎস ও অর্থনৈতিক গুরুত্ব

উপক্ষারউৎসঅর্থনৈতিক গুরুত্ব
রেসারপিনসর্পগন্ধা গাছের মূলউচ্চ রক্তচাপ কমাতে
নিকোটিনতামাক পাতামাদক দ্রব্য তৈরিতে
মরফিনআফিম গাছের কাঁচা ফলে ত্বকব্যথা বেদনার উপশম, গাঢ় নিদ্রার জন‍্য
থেইন বা ক্যাফেইনচা-কফিউত্তেজক পানীয় তৈরিতে
কোকেইনকোকা গাছের পাতাব্যথা উপশমকারী ওষুধ তৈরিতে
ডাটুরিনধুতুরা গাছের পাতা বা ফলহাঁপানির ওষুধ তৈরিতে
ডিজিটাল ইনডিজিটালিস গাছের পাতাহৃদপিন্ডের স্বাভাবিক ক্ষমতা ফিরিয়ে আনার জন্য
স্ট্রিকনিননাক্স ভোমিকা বা কুঁচেলা গাছের বীজপেটের পীড়ার ওষুধ উৎপাদনে
এমিটিনইপিকাক গাছের মূলপেটের সমস্যা ও বমি ভাব দূর করতে
অ্যাট্রোপিনবেলেডোনা গাছের ও ফল পাতারক্তচাপ বৃদ্ধি
কুইনাইনসিঙ্কোনা গাছের বাকলম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে
ট‍্যানিনচা গাছের পাতাঅবসাদ দূর করতে

বিভিন্ন উপক্ষার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. রেসারপিন এর কাজ কি ?

উ: উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়

2. অ্যাট্রোপিন কোথা থেকে পাওয়া যায় ?

উ: বেলেডোনা গাছের ফল ও পাতা থেকে।

3. ডাটুরিন কোথায় পাওয়া যায় ?

উ: ধুতুরা গাছের পাতা বা ফলে

4. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় ?

উ: সর্পগন্ধা গাছের মূল

5. কুইনাইন কোথা থেকে পাওয়া যায় ?

উ: সিনকোনা গাছের বাকল থেকে।

6. ট্যানিন কিসে পাওয়া যায় ?

উ: চা গাছের পাতায়

7. মরফিন কোন গাছ থেকে পাওয়া যায় ?

উ: আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে।

8. অ্যাট্রোপিন এর গুরুত্ব কি ?

উ: রক্তচাপ বৃদ্ধি এবং সিমপ্যাথেটিক স্নায়ুকে উদ্দীপ্ত করতে ব্যবহৃত হয়।

 

আরও পড়ুন: বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম

কালমেঘ পাতার অসংখ্য উপকারিতা রয়েছে। সেজন্যই তো ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসায় বহুকাল ধরেই কালমেঘ ব্যবহৃত হয়ে আসছে। বিস্তারিত জানতে: এখানে ক্লিক করুন

1 thought on “বিভিন্ন উপক্ষারের উৎস ও অর্থনৈতিক গুরুত্ব”

Leave a Comment