লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর | WBP Lady Constable Question Answer

টেলিগ্ৰামে জয়েন করুন

লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর | WBP Lady Constable Question Answer

লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর : প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে আমরা লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর –
WBP Lady Constable Question Answer নিয়ে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে। চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর গুলি।

লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর : আমাদের দেওয়া এই লেডি কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর – Lady Constable GK Question Answer  গুলিতে অংশগ্রহণের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরোও উন্নত করতে পারবে। এবং আপনারা নতুন কিছু জানার উদ্দেশ্যে এই লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর পর্বটিতে অংশগ্রহণ করুন।

লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর :

1. 2022 পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে?

A. 12 টি
B. 11 টি
C. 10 টি
D. 13 টি

উত্তর : B

2. কল্যাণ লক্ষ্মী প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে ?

A. তেলেঙ্গানা
B. পশ্চিমবঙ্গ
C. বিহার
D. গুজরাট

উত্তর : A

3. করোনায় আক্রান্ত হয়ে মৃত সংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছিল কেন্দ্র সরকার ?

A.  ৩ লক্ষ
B.  8 লক্ষ
C.  ৫ লক্ষ
D. ১০ লক্ষ

উত্তর : C

4.  রেটিনা ও অপটিকা স্নায়ু স্থলকে কি বলে ?

A.  অন্ধবিন্দু
B. পীতবিন্দু
C. স্নায়ু বিন্দু
D. চক্ষুবিন্দু

উত্তর : A

5. ভেন্টিফ্যাক্ট কোন প্রাকিতিক শক্তির দ্বারা সৃষ্টি হয় ?

A. সমুদ্রতরঙ্গের ক্ষয় দ্বারা
B. নদীর সঞ্চয় দ্বারা
C. বায়ুর ক্ষয় দ্বারা
D. সমুদ্রতরঙ্গের সঞ্চয় দ্বারা

উত্তর : C

6. তামিলনাড়ুর সবথেকে ছোট জেলা কোনটি ?

A. তিরুবালা
B. তেনকাসি
C. তিরুচিরাপল্লী
D. কন্যা কুমারী

উত্তর : D

7. ভারতের প্রথম ‘GI Tag’ প্রাপ্ত পদার্থ হল – –

A. এলাচ
B. দার্জিলিং চা
C. বাসমতি চাল
D. গোবিন্দভোগ চাল

উত্তর : B

8.  প্রথমবার জেনোম ম্যাপিং প্রোজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে ?

A. ভারত মহাসাগর
B. প্রশান্ত মহাসাগর
C. বঙ্গোপসাগর
D. আরব সাগর

উত্তর : A

9.  শিশুদের জন্য ১০০ টি নার্সারি স্পোর্টস অ্যাকাডেমী স্থাপন করতে চলেছে কোন রাজ্য ?

A.  পশ্চিমবঙ্গ
B. হরিয়ানা
C. পাঞ্জাব
D. রাজস্থান

উত্তর : D

10. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ?

A. কল্পেরু হ্রদ
B. পুলিকট হ্রদ
C. চিলকা হ্রদ
D. লেকটাক হ্রদ

উত্তর : A

11. চাঁদের ব্যাস কত ?

A. প্রায় ৩৪৭৫ কিমি
B. প্রায় ৩৪৭০ কিমি
C. প্রায় ৩৪৬৫ কিমি
D. প্রায় ৩৪৬০ কিমি

উত্তর : A

12. পোর্টব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত ?

A. ছোট আন্দামান-এ
B. বৃহৎ নিকোবর-এ
C. দক্ষিণ আন্দামান-এ
D. উত্তর আন্দামান-এ

উত্তর : C

13. মহাত্মা গান্ধী সম্পাদিত ইংরেজ সাপ্তাহিক পত্রিকার নাম কি ?

A. কেসরি
B. ইয়ং ইন্ডিয়া
C. তত্ত্ববোধিনী
D. যুগান্তর

উত্তর : B

14. মালাই চাকিতে অবস্থিত হাড়কে কি বলা হয় ?

A. ফিমার
B. টিবিয়া
C. টারসাস
D. প্যাটেলা

উত্তর : D

15. কার রাজসভা ‘ নবরত্ন ‘ এর জন্য বিখ্যাত ছিল ?

A. সমুদ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. অশোক
D. হর্ষবর্ধন

উত্তর : B

16. সান্দাকফু কোন পর্বত শ্রেনীর সর্বোচ্চ শৃঙ্গ ?

A. সিঙ্গালীলা
B. ফালুট
C. শিবালিক হিল
D. টাইগার হিল

উত্তর : A

17. লোকসভা কবে ভঙ্গ করা হয়?

A. 4 বছর বাদ
B. 6 বছর বাদ
C. সংকট কালে
D. কোনোদিন নয়

উত্তর : D

18. কোন বেদকে ভারতীয় সংগীতের মূল ভাগ বলা হয়?

A. যজুর্বেদ
B. ঋগবেদ
C. অথর্ববেদ
D. সামবেদ

উত্তর : D

19. ভগবান বুদ্ধের কোন স্থানে মহাপরিনির্বাণ প্রাপ্ত হয়?

A. সারনাথ
B. বৌদ্ধগয়া
C. বৈশালী
D. কুশিনগরে

উত্তর : D

20. ভারতে তামাক উৎপাদন সবচেয়ে বেশি কোথায় হয় ?

A. অন্ধ্রপ্রদেশ
B. অসম
C. গুজরাট
D. UP

উত্তর : A

21. সোলার সিস্টেম এর আবিষ্কার করেন কে ?

A. গ্যালিলিও
B. লিওনার্দ দ্যা ভিঞ্চি
C. কোপার্নিকাস
D. আর্কিমিদিস

উত্তর : C

22. দুটি নিউরোনের মিলনস্থলকে কি বলে ?

A. সাইন্যাপস্
B. অ্যাক্সন
C. নিউরোগ্লিয়া
D. ড্রেনড্রন

উত্তর : A

23. বিশ্বে প্রথম কোন দেশ কাগজ আবিষ্কার করে ?

A. জার্মানি
B. আমেরিকা
C. চীন
D. ফ্রান্স

উত্তর : C

24. পেট্রোলিয়ামে কিসের মাত্রা বেশি থাকে?

A. মিথেন
B. ইথেন
C. বিউটেন
D. প্রোপেন

উত্তর : C

25. বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম ?

A. ভারত
B. সুইডেন
C. আর্জেন্টিনা
D. আমেরিকা

উত্তর : A

26. রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি ?

A. ভারত
B. চীন
C. আমেরিকা
D. জাপান

উত্তর : A

27. লাল মৃত্তিকা কিসের কারণে লাল হয় ?

A. রেড অক্সাইড
B. টিটেনি ফেরাস ম্যাগনেটাইট
C. লাইকোপিন
D. কোনোটিই নয়

উত্তর : A

28. কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন ?

A.সেলুকাস
B. ফা – হিয়েন
C. মেগাস্থিনিস
D. মিন্দার

উত্তর : C

29. ভারতের সবচেয়ে বড়ো বাঘ অভয়ারণ্য কোনটি ?

A. করবেট
B. নাগার্জুন
C. মানস
D. পঞ্চ

উত্তর : A

30. আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি ?

A. বিশাখাপত্তনম
B. তুতিকোরিন
C. মারগাঁও
D. পোর্ট ব্লেয়ার

উত্তর : D

আরও দেখুন :

wbp lady constable gk practice set bengali 

1 thought on “লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর | WBP Lady Constable Question Answer”

Leave a Comment