Kolkata Police Sub Inspector And Surgent Recruitment 2023 | কলকাতা পুলিশ Si ও সার্জেন্ট নিয়োগ

টেলিগ্ৰামে জয়েন করুন

Kolkata Police Sub-Inspector & Surgent Recruitment 2023 | কলকাতা পুলিশে ২,৫০০ শূন্যপদে কর্মী নিয়োগ

Kolkata Police Sub Inspector And Surgent Recruitment 2023 : এই মুহূর্তে সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর । পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশে নতুন সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যার একটি শর্ট নোটিশ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রূটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন | নিয়োগ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হয়েছে ।

Kolkata Police Sub Inspector And Surgent Recruitment 2023 :

Post Name : KP Sub-Inspector & Surgent

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Vacancy : প্রায় ৩৩০টি শূন্যপদ

Salary : প্রতি মাসে ৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা বেতন দেওয়া হবে।

Age Limit : বয়স ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২০-২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC – শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

কলকাতা পুলিশ গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর

Physical Measurement :

ছেলেদের (সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট) ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৬০ সেমি) এবং বুকের ছাতি ৭৯-৮৪ সেমি  (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৭৬-৮১ সেমি)।

◆ মেয়েদের (সাব-ইন্সপেক্টর) ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৫৫ সেমি)

◆ ছেলেদের ক্ষেত্রে (সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট) দৌড় থাকবে ৮০০ মিটার যার সময়সীমা থাকবে ৩ মিনিট |

মেয়েদের ক্ষেত্রে (সাব-ইন্সপেক্টর) দৌড় থাকবে ৪০০ মিটার যার সময়সীমা থাকবে ২ মিনিট ।

সার্জেন্ট পদের (পুরুষ) ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৭৩ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৬৩ সেমি) এবং বুকের ছাতি  ৮১-৮৬ সেমি ।

Selection Process :

i. Preliminary Exam
ii. PMT & PET
iii. Final Combined Competitive Exam
iv. Personality Test
v. Documents Verification
vi. Medical Exam
vii. Appointment & Probation

Application Fee : প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৭০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে, তবে SC/ST – প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র ২০/-  টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে।

Apply Process : আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন/অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হবে।

Apply Start : আগামী ২৭শে আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে।

Official Notice > Click Here

1 thought on “Kolkata Police Sub Inspector And Surgent Recruitment 2023 | কলকাতা পুলিশ Si ও সার্জেন্ট নিয়োগ”

Leave a Comment