ইলবার্ট বিল বিতর্ক PDF | ilbert Bill

টেলিগ্ৰামে জয়েন করুন

ইলবার্ট বিল বিতর্ক PDF

ইলবার্ট বিল বিতর্ক : সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই পরবর্তীতে শেয়ার করলাম ইলবার্ট বিল বিতর্ক টীকা সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আলোচনাটি।

ইলবার্ট বিল :

ভূমিকা : ভারতের বড়োলাট রিপনের (1880-84 খ্রি.) শাসনকালের আগে এদেশে কোনো ভারতীয় বিচারক কোনো ইংরেজ তথা শ্বেতাঙ্গদের বিচার করার অধিকারী ছিলেন না । এতে ভারতীয়দের মনে তীব্র ক্ষোভ ছিল । ইলবার্ট বিল দ্বারা এই ক্ষোভ প্রকাশিত হয়।

1. ইলবার্ট বিলের মূল কথা : বিচারব্যবস্থায় বর্ণবৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপনের পরামর্শে তাঁর আইনসচিব ইলবার্ট একটি বিল রচনা করেন । এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গদের বিচার করারও অধিকার পায় । এটি ইলবার্ট বিল নামে পরিচিত।

2. সমমর্যাদা প্রতিষ্ঠা : ইলবার্ট বিলের দ্বারা ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গদেরও বিচার করার অধিকার পেলে ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের মধ্যে সমমর্যাদা প্রতিষ্ঠিত হয়।

3. শ্বেতাঙ্গদের ক্ষোভ ও আন্দোলন : লর্ড রিপন ইলবার্ট বিলের মাধ্যমে ভারতের কৃষ্ণাঙ্গ বিচারকদের শ্বেতাঙ্গদের বিচার করার অধিকার দিলে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা প্রচণ্ড ক্ষুদ্ধ হয় । ইলবার্ট সংঘবদ্ধতার গোড়ার বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গরা শীঘ্রই তীব্র আন্দোলন শুরু করে । তারা কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসনের নেতৃত্বে ‘ ডিফেন্স অ্যাসোসিয়েশন ’ প্রতিষ্ঠা করে আন্দোলন চালাতে থাকে।

ভারতের বিভিন্ন প্রান্তে এর শাখা প্রতিষ্ঠিত হয় । আন্দোলন চালানোর উদ্দেশ্যে তারা দেড় লক্ষ টাকার বেশি চাঁদা সংগ্রহ করে । বহু স্থানে আন্দোলন হিংসাত্মক রূপ নেয় এবং রিপনের প্রাণ সংশয়ের সম্ভাবনা দেখা দেয়।

4. ভারতসভার আন্দোলন : ইলবার্ট বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা আন্দোলন শুরু করলে লালমোহন ঘোষ , সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ভারতসভা ইলবার্ট বিলের সমর্থনে তীব্র আন্দোলন গড়ে তোলেন । বিলের সমর্থনে দেশের নানা প্রান্তে সভা অনুষ্ঠিত হয়।

5. লেখনীতে প্রতিবাদ : ইলবার্ট বিলের সমর্থনে ‘ অমৃতবাজার ’ এবং ‘ বেঙ্গলী ’ পত্রিকায় প্রচার চলতে থাকে । বিলটির বিষয়ে ইউরোপীয়দের কার্যকলাপের তীব্র নিন্দা করা হয় । কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘ নেভার নেভার ’ কবিতায় ইংরেজদের বিদ্রূপ করে লেখেন- গেল রাজ্য , গেল মান , হাঁকিল ইংলিশম্যান , ডাক ছাড়ে ব্রানসন , কেসুরিক , মিলার- নেটিভের কাছে খাড়া , নেভার , নেভার।

6. পরিণতি : সরকার শেষপর্যন্ত ইউরোপীয়দের কাছে নতি স্বীকার করে বিলটিতে প্রচুর সংশোধন করে। ফলে বিলটির আসল উদ্দেশ্য ব্যর্থ হয়।

মূল‍্যায়ন : ইলবার্ট বিলের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হলেও ঐতিহাসিক রমেশচন্দ্র মনে করেন যে , বিলটিকে কেন্দ্র করে ভারতীয়দের আন্দোলন স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। বিলটির দ্বারা ভারতীয়রা ব্রিটিশদের প্রকৃত চেহারা চিনতে পারে।

PDF DOWNLOAD ZONE

File Name : ইলবার্ট বিল বিতর্ক
Language : বাংলা
Size : 62 KB
Clik Here To Download

আরও পড়ুন :

সাঁওতাল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, ফলাফল

ভিল বিদ্রোহের কারণ 

মেকলে মিনিট কি 

1 thought on “ইলবার্ট বিল বিতর্ক PDF | ilbert Bill”

Leave a Comment