Gk questions with answers in bengali

টেলিগ্ৰামে জয়েন করুন
Gk questions with answers in bengali

 

1.2020 সালের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্ৰাম ( WFP ) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উ: রোম, ইতালি

2.মৌর্য বংশের শেষ রাজা কে ?

উ: বৃহদস্ত

3.রাষ্ট্রপতি ও লোকসভার মধ‍্যে যোগ সুত্র রক্ষা করেন কে ?

উ: লোকসভার অধ‍্যক্ষ

4.পৃথিবীতে কোন দেশ প্রথম বেকার দের জন‍্য ‘Basic income ‘ চালু করে ?

উ: ফিনল‍্যাণ্ড

5 . জালিয়ানওয়ালা বাগের হত‍্যাকাণ্ডের জন‍্য দায়ী ডায়ার কে হত‍্যা করেছিল ?

উ: উধম সিংহ

6.ভারতের সাথে বাণিঞ্জ‍্যের জন‍্য প্রথম মূলধন সংস্থা কে শুরু করেন ?

উ: ডাচ

7.কিসের দ্বারা হজম প্রক্রিয়া সাহায‍্য হয় ?

উ:উৎসেচক

8.মানুষের শরীরে ড্রিহাইড্রেশন এর ঘাটতি কিসের কারনে ঘটে ?

উ:জল

9.প্রাপ্ত বয়স্ক মানুষের মধ‍্যে কতগুলি ক‍্যানাইন দাঁত রয়েছে ?

উ:4 টি

10.আকবরের দরবারে প্রবেশ কারী প্রথম ইংরেজ কে ছিলেন ?

উ: রল্ফ ফিঞ্চ

11.ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?

উ: মৌসিনরাম

12.সাধারণ লবনের রাসায়নিক নাম ?

উ: সোডিয়াম ক্লোরাইড

13.তালচের  কয়লা  খনি  ভারতের কোন রাজ‍্যে অবস্থিত ?

উ: উড়িষ‍্যা তে

14.ভারতের প্রথম রেলমন্ত্রী মমতা ব‍্যানার্জী কত সালে রেল মন্ত্রী হিসাবে দায়িত্ব পান ?

উ: 2000 সালে

15.উপরাষ্ট্রপতি কে শপথ বাক‍্য পাঠ করান কে ?

উ: ভারতের রাষ্ট্রপতি

16.সংবিধানের কত নং ধারায় অর্থকমিশনের কথা বলা হয়েছে ?

উ:280 নং ধারায়

17.ভারতের সবচেয়ে কোন পদ্ধতিতে জল স্বেচ ব‍্যাবস্থা করা হয় ?

উ: কূপ ও নলকূপ

18.ললিত বিস্তার গ্ৰন্থটি কার লেখা ?

উ:অশ্বঘোষ

19.প্রথম  কোন  রাজা  ভারতে স্বর্ণ  মুদ্রার  প্রচলন করেন ?

উ:প্রথম কদফিসেস

20.জীবের লিঙ্গ নির্ধারনে মূখ‍্য ভূমিকা পালন করে কে ?

উ: স্রেক্স ক্রোমোজোম

21.কাণ্ডালা বন্দর ভারতের কোন রাজ‍্যে অবস্থিত ?

উ:গুজরাটে অবস্থিত

22.ইনফ্লুয়েঞ্জা একটি কি ঘটিত রোগ ?

উ:ভাইরাস ঘটিত রোগ

23.পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে অযোধ‍্যা পাহার ?

উ: পুরুলিয়া জেলায়

24.ভিতরকণিকা ন‍্যাশনাল পার্ক ভারতের কোন রাজ‍্যে অবস্থিত ?

উ: উড়িষ‍্যা

25.সূর্যে প্রধানত কোন গ‍্যাস থাকে ?

উ: হিলিয়াম ও হাইড্রোজেন

26.ভারতে দাদাসাহেব ফালকে পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় ?

উ: 1969 সাল থেকে

27.ভিটামিন C এর রাষায়নিক নাম কি ?

উ:অ্যাসকরবিক অ্যাসিড

28.ডাংলি কোথাকার প্রচলিত নৃত‍্য ?

উ:হিমাচল প্রদেশ

29.ডিব্রুগড় কোন নদীর তীরে গড়ে উঠেছে

উ: ব্রহ্মপুত্র

30.শদ্ব দূষনের ফলে কানের  কোন অংশে বেশি ক্ষতি হয় ?

উ:অরগান অফ কর্টি

Leave a Comment