মৌর্য বংশের ইতিহাস | history of maurya dynasty

টেলিগ্ৰামে জয়েন করুন
  •  মৌর্য বংশের ইতিহাস । history of maurya dynasty

মৌর্য বংশের ইতিহাস । history of maurya dynasty
মৌর্য বংশ

 

সুপ্রিয় বন্ধুরা , আজকে তোমাদের সাথে মৌর্য বংশ এর বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল | ইতিহাসের অন্যান্য অধ্যায় গলির মধ্যে  মৌর্য বংশ একটি গুরুত্বপূর্ণ অধ‍্যায় ।  history of mauryan empire এর এই প্রশ্নগুলি তোমরা পড়লে অবশ্যই তোমাদের অনেক উপকার হবে ।

 

এই maurya dynasty history bengali এর প্রশ্নগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ।

 maurya history |founder of maurya dynasty

 

1. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কোন ব‍্যাক্তি ?

উ: চন্দ্রগুপ্ত মৌর্য

2. ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে ?

উ: মেগাস্থিনিস

3. আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন ?

উ: ম‍্যাসিডনের রাজা ছিলেন

4. আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন ?

উ: অ্যারিস্টোটল

5. আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন ?

উ: 19 মাস

6. তথাকথিত সন্ধি লক্ষ্য করা যায় কাদের মধ্যে ?

উ: চন্দ্রগুপ্ত ও সেলুকাসের মধ‍্যে

7. আলেকজান্ডার কোন দুটি শহরের প্রতিষ্ঠাতা করেছিলেন ?

উ: বুকেফলা ও নিকয়া

8. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে চিহ্নিত করা হয় কাকে ?

উ: চন্দ্রগুপ্ত মৌর্য কে

9. চন্দ্রগুপ্তের শাসনকালে কোন গ্রিক পর্যটক ভারতবর্ষে প্রবেশ করেছিলেন ?

উ: মেগাস্থিনিস

10. মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন ভারতীয় রাজবংশের ইতিহাস সম্পর্কে বর্ণনা পাওয় যায় ?

উ: মৌর্য বংশ

11.চন্দ্রগুপ্ত মৌর্যের পর মগধের সিংহাসনে কোন ব্যক্তি বসেছিলেন ?

উ: বিন্দুসার

12. চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ সময়টা কোথায় কাটিয়েছিলেন ?

উ: শ্রাবণ বেলগোলা

13. চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে তিনি কোন ধর্ম গ্রহণ করেছিলেন ?

উ: জৈন ধর্ম

14. কোন মৌর্য শাসকের উপাধি ছিল অম্রিত্রাঘাত ?

উ: বিন্দুসার

15. অশোকের মায়ের নাম কি ছিল ?

উ: ধর্ম

16. কোন দিনটিতে কলিঙ্গ যুদ্ধ হয় এবং কোন নদীর  তীরে হয়েছিল ?

উ: 261 খ্রিস্টপূর্বাব্দে ,দয়া নদীর তীরে

17. অশোক কার পরামর্শে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?

উ: উপগুপ্তের পরামর্শে

18. মৌর্য বংশের শেষ রাজার নাম কি ?

উ: বৃহদ্রথ ( 185 খ্রিস্টপূর্বাব্দ )

19. অশোকের শিলালিপি গুলি কোন ভাষায় রচিত হতো মূলত ?

উ: প্রাকৃত

20. অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন যিনি ?

উ: জেমস প্রিন্সেপ

21. বৃত্তি অনুসারে মৌর্য  সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল ?

উ: 7 টি

22. মৌর্য সাম্রাজ্যের জেলার শাসককে কি বলা হয়ে থাকতো ?

উ: স্থানিক

23. মৌর্য সাম্রাজ‍্যে গ্রামের শাসক কে কি বলা হয়ে
থাকতো ?

উ: গোপ

24. কার্শোপানা মুদ্রাটি ছিল কোন সময়কার ?

উ: মৌর্য সময়ের মুদ্রা

25. কোন বংশের সময় কালে সাঁচি স্তুপ নির্মিত
হয়েছিল ?

উ: মৌর্য শাসনকালে

1 thought on “মৌর্য বংশের ইতিহাস | history of maurya dynasty”

Leave a Comment