Gk Knowledge Bengali | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর MCQ

টেলিগ্ৰামে জয়েন করুন
Gk Knowledge Bengali
                Gk Knowledge Bengali

Hello বন্ধুরা, আজকের পার্বটিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Knowledge GK Question And Answer In Bengali প্রশ্ন উত্তর যা সর্বদা বিভিন্ন রকম পরীক্ষা যেমন SSC CGL, SSC CHSL, RRB GROUP D, এবং রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা WBP, KP, EXCISE ইত‍্যাদি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই GK Knowledge Bengali এর প্রশ্ন ও উত্তরগুলি বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। Gk knowledge Bengali প্রশ্ন উত্তর গুলি নিচে দেওয়া হল।

Gk Knowledge Bengali :

1.মানুষের শরীরে সবথেকে বড়ো অঙ্গ কোনটি ?

উ:ত্বক

2.ইউরেকা ইউরেকা এই বিখ‍্যাত উক্তিটি কছ করেন ?

উ:আর্কিমিডিস

3.কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?

উ:সিকিম

4.কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?

উ:ভিটামিন C

5.সুন্দরবনের মৃত্তিকা কিরকম প্রকৃতির ?

উ:লবণাক্ত কাদামাটি

6.ভারতের দীর্ঘতম ক‍্যানেল বা খাল কোনটি ?

উ:ইন্দিরা গান্ধী খাল

7.হাঁপানির ঔষধ তৈরিতে কোন উপক্ষারটি ব‍্যবহৃত হয় ?

উ:ডাটুরিন

8.অর্থকমিশন কত বছরের জন‍্য গঠিত হয় ?

উ: 5 বছর

9.জিমকরবেট জাতীয় উদ‍্যান কোথায় অবস্থিত ?

উ:উত্তরাখন্ড

10.পেরু এর রাজধানীর নাম কি ?

উ:লিমা

11. সৌরজগতের সূর্য, মঙ্গল,বুধ,বৃহস্পতি, শুক্র,শনি, এবং পৃথিবী ও চাঁদের অস্তিত্ব কে প্রমাণ করেছিলেন ?

উ: নিকোলাস কোপারনিকাস

12.তরিৎ প্রবাহের ব‍্যবহারিক একক এর নাম কি ?

উ:ওহম

13.বাজার দর নিয়ন্ত্রণ ব‍্যবস্থা কে প্রচলন করেন ?

উ:আলাউদ্দীন খলজী

14. IUCN এর মূখ‍্য কার্যালয় কোথায় অবস্থিত ?

উ:সুইজারল্যান্ড

15.মুক্তধারা কার রচনা ?

উ:রবীন্দ্রনাথ ঠাকুর

16.1969 সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল ?

উ: 14 টি

17.ঝিঝিয়া কোথাকার লোকনৃত‍্য ?

উ:বিহার

18.মার্কিন যুক্তরাষ্ট্রের লুইস গ্লাক কিসের জন‍্য নোবেল পুরস্কার পেয়েছেন ?

উ:সাহিত্য

19.ভারতের ম‍্যানচেস্টার কাকে বলা হয় ?

উ:আমেদাবাদকে

20.ইউরি গ‍্যাগারীন কোন মহাকাশযানে ভ্রমন করেছিলেন ?

উ:ভস্তক

21.”Grand old man of india ” কাকে বলা হয় ?

উ:দাদাভাই নৈরোজি

22.কোন রাজ‍্যকে ভারতের শষ‍্যাগার বলা হয় ?

উ: পাঞ্জাব

23. X রে  কে আবিষ্কার করেন ?

উ:রন্টজেন

24.ড: রাজেন্দ্রপ্রসাদের সমাধিস্থল কোথায় ?

উ:মহাপ্রয়াণ ঘাট

25.সালোকসংশ্লেষে অক্ষম প্রাণী কোনটি ?

উ:ইউগ্লিনা

26.শর্করা জাতীয় খাদ‍্যের উৎস কি ?

উ:কার্বন ডাই অক্সাইড

27.গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ?

উ:সমুদ্রগুপ্ত

28.”The spirit of Laws” বইটি কার রচনা ?

উ:মন্তেস্কু

29.বাংলার রূপকার বলে কাকে অভিহিত করা হয় ?

উ: ড:বিধানচন্দ্র রায়

30.ডাবের জলে কোন হরমোন থাকে ?

উ: কাইনিন

31. বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ বাধা পেয়ে পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে ?

উ: আয়োনোস্ফিয়ার

32. চলন্ত বাসে ব্রেক কষলে বাসের যাত্রীরা সামনের দিকে ঝুকে যায় তার কারণ কি ?

উ:গতিজাড্য

33. কোন পদার্থের সঙ্গে অপদ্রব্য মেশালে পদার্থের গলনাঙ্ক কিরূপ পরিবর্তন হয় ?

উ: কমে যায়

34. মানুষের হাত কোন শ্রেণীর লিভার ?

উ:তৃতীয় শ্রেণির

35. দূরত্বের সবচেয়ে বড় একক কি ?

উ: পারসেক

আরও পড়ুন : 100+ Gk Question Bengali

Leave a Comment