ফরেস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | Forest Guard Recruitment 2023

টেলিগ্ৰামে জয়েন করুন

ফরেস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | Forest Guard Recruitment 2023

ফরেস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2023 : এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় বনদপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে। কোন কোন পদে নিয়োগ করানো হবে শিক্ষাগত যোগ্যতা এবং শূন্যপদ সম্পর্কে নীচে আলোচনা করা হল।

ফরেস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :

1. Post Name : Technician (Field/Lab Research)

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ২৩ টি (UR-10, SC-02, ST-02, OBC-02, EWS-07) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC-শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

2. Post Name : Technician (Maintenance)

Trade Name : Information Technology, Electronics Mechanic, Pump Operator-Cum Mechanic.

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ৬ টি (UR-03, SC-02, EWS-01) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC-শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

3. Post Name : Lower Division Clerk (LDC)

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ৫ টি (UR-03,, ST-01, OBC-01) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC-শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

চাকরির খরব : ভারতীয় উপকূল বাহিনীতে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ

4. Post Name : Forest Guard

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Physical Measurements :

ছেলেদের ক্ষেত্রে ২৫ কিমি হাঁটার পরীক্ষা থাকবে, যার সময় থাকবে ৪ ঘন্টা, উচ্চতা হতে হবে ১৬৫ সেমি, বুকের ছাতি ৭৯-৮৪ সেমি হতে হবে।

মেয়েদের ক্ষেত্রে ১৪ কিমি হাঁটার পরীক্ষা থাকবে, যার সময় থাকবে ৪ ঘন্টা, উচ্চতা হতে হবে ১৫০ সেমি, বুকের ছাতি ৭৪-৭৯ সেমি হতে হবে।

Number Of Vacancy : উক্ত পদে মোট ২ টি (UR-01, EWS-01) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC-শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

5. Post Name : Steno Grade – II

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ১ টি (UR-01) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC-শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

চাকরির খবর : ভারতীয় মহাকাশ গবেষণা দপ্তরে নিয়োগ

6. Post Name : Store Keeper

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ২ টি (UR-01, EWS-01) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC-শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

7. Post Name : Driver Ordinary Grade

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে এবং ৩ বছরের ড্রাইভিং করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ৪ টি (UR-02, SC-01, EWS-01) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC-শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

চাকরির খবর : Railway TTE Recruitment 2023

8. Post Name : Multi Tasking Staff (MTS)

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে যদি ৩ বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ২২ টি (UR-10,, ST-05, ST-01, OBC-02, EWS-04) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC-শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

Application Fee :  GEN/OBC/EWS – প্রার্থীদের ক্ষেত্রে ১,৫০০/- টাকা এবং SC/ST/Female – প্রার্থীদের ক্ষেত্রে ৭০০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে।

Apply Process :  আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

Apply Date :  ২৪ শে ডিসেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবং  আগামী ২৩ শে জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Official Notice > Clik Here