বন দপ্তরে কর্মী নিয়োগ 2023 | ফরেস্ট গার্ড ও ফরেস্ট কনস্টেবল নিয়োগ

টেলিগ্ৰামে জয়েন করুন

বন দপ্তরে কর্মী নিয়োগ 2023 | ফরেস্ট গার্ড ও ফরেস্ট কনস্টেবল নিয়োগ

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বনদপ্তরে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। ফরেস্ট গার্ড নিয়োগের প্রয়োজনীয় তথ্যগুলো নিচে আলোচনা করা হল।

1. Post Name : ফরেস্ট গার্ড

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ১২২৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Physical Measurement :

ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৩ সেমি, বুকের ছাতি ৭৭-৮২ সেমি এবং ২৬ কিমি হাঁটার পরীক্ষা থাকবে যার সময় থাকবে ৪ ঘন্টা।

মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫০ সেমি এবং ১৬ কিমি হাঁটার পরীক্ষা থাকবে যার সময় থাকবে ৪ ঘন্টা।

2. Post Name : Forester Grade – I

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ২৬৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

3. Post Name : Forest Protoction Constable Commando

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ২৭৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

4. Post Name : Driver

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy : উক্ত পদে মোট ১৪২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

5. Post Name : Cook

Education Qualification : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণি পাশ করে থাকতে হবে এবং ভারতীয় খাবার রান্না করার অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির খবর : ভারতীয় রেল টিকিট কালেক্টর পদে নিয়োগ

Number Of Vacancy : উক্ত পদে মোট ১৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Age Limit : প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC – শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

Selection Process : প্রার্থীদের লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।

Apply Process : আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারবেন।

Job Location : অসম

Apply Date : আগামী ১৫ ই জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Official Notice > Clik Here 

Official Website > Clik Here 

1 thought on “বন দপ্তরে কর্মী নিয়োগ 2023 | ফরেস্ট গার্ড ও ফরেস্ট কনস্টেবল নিয়োগ”

Leave a Comment