খলজি বংশ বা আলাউদ্দিন খিলজি | Delhi Sultanate History of Alauddin Khilji

টেলিগ্ৰামে জয়েন করুন

খলজি বংশ বা আলাউদ্দিন খিলজি | Delhi Sultanate History of Alauddin Khilji

খলজি বংশ বা আলাউদ্দিন খিলজি । Delhi Sultanate History of Alauddin Khilji

সুপ্রিয় দর্শক, আজকে তোমাদের সাথে দিল্লির সুলতানি সাম্রাজ্যের, খলজি বংশ বা আলাউদ্দিন খিলজি – Delhi Sultanate History of Alauddin Khilji এই বিষয়ের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি দেওয়া হলো । তোমরা  খলজি বংশের এই আলাউদ্দিন খিলজি সম্পর্কে প্রশ্ন  গুলি একবার থেকে দুবার  দেখে নিলে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন দেখা লাগবেনা এই বিষয় থেকে ।

খলজি বংশ বা আলাউদ্দিন খিলজি : 

1. খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বা founder of khilji dynasty ?

উ: জালাল উদ্দিন খলজি

2. খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান এর নাম কি ?

উ: আলাউদ্দিন খলজি

3. খলজি বংশ শেষ সুলতানের নাম কি ?

উ: কুতুবউদ্দিন মুবারক খলজি

4. কোন খলজি শাসক ডাক ব‍্যাবস্থা ও রেশনিং ব্যবস্থা প্রচলন করেছিলেন ?

উ: আলাউদ্দিন খলজি

5. কোন খলজি শাসক ইক্তা প্রথা তুলে দিয়েছিলেন ?

উ: আলাউদ্দিন খলজি

6. কোন খলজি সম্রাট জমি জরিপ ব্যবস্থা প্রথম প্রচলন করেন ?

উ: আলাউদ্দিন খলজি

7. কোন খলজি শাসক আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন ?

উ: আলাউদ্দিন খলজি

8. ভারতে প্রথম ‘বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থার’ প্রচলন করেছিলেন কোন খলজি শাসক ?

উ: আলাউদ্দিন খলজি

9. দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় কাকে ?

উ: আলাউদ্দিন খলজি কে

10. খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি ছিল ?

উ: আলি গুরসাম্প

 

11. আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেছিলেন ?

উ: 1296 খ্রিস্টাব্দে

12. দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন কোন খলজি সম্রাট ?

উ: আলাউদ্দিন খলজি

13. জিজিয়া রাজস্ব ব্যবস্থার প্রচলন করেছিলেন কোন খলজি শাসক ?

উ: আলাউদ্দিন খলজি

14. জালালউদ্দিন খলজি কাকে হত্যা করে খলজী বংশের প্রতিষ্ঠা করেছিলেন ?

উ: কায়ুর্মাস

15. কোন খলজি শাসকের উপাধি ছিল সিকান্দার – ই  – সানি ?

উ: আলাউদ্দিন খলজি

16 . মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন ?

উ: আলাউদ্দিন খলজির

17. আলাউদ্দিন খলজির মৃত্যুর পর দিল্লির সিংহাসন কে বসেছি ?

উ: মালিক কাফুর

18. জালালউদ্দিন খলজি প্রকৃত নাম কি ছিল?

উ: মালিক ফিরোজ

19. আলাউদ্দিন খলজির সভাকবি রূপে কে নিযুক্ত ছিলেন ?

উ: আমির খসরু

20. হিন্দুস্থানের তোতাপাখি নামে অভিহিত করা হয় কাকে ?

উ: আমির খসরু কে

21. ভারতের গজল গানের প্রবর্তক ও কাওয়ালী গানের জনক কাকে বলা হয়ে  থাকে ?

উ: আমির খসরু কে

22. আলাউদ্দিন খলজির সভাকবি আমির খসরু কোন বাদ্যযন্ত্র বাজাতেন ?

উ: সেতার

23. জালালউদ্দিন খলজির পত্নীর নাম কি ছিল ?

উ: মালিকাজাহান

24. জালাল উদ্দিন খলজি কত বছর বয়সে সিংহাসনে বসে ছিলেন ?

উ: 70 বছর বয়সে

25. অধ্যাপক S R শর্মা কাকে ” Clemency King Firus” আখ্যায়িত করেছিল ?

উ: জালাল উদ্দিন খলজি কে

26. সর্বপ্রথম দিল্লির কোন সুলতান দাক্ষিণাত্য জয়লাভ করেছিলেন ?

উ: আলাউদ্দিন খলজি

27. দিল্লির সন্নিকটে “সিরি নগরটি” এর নির্মাণ কে করেছিলেন ?

উ: আলাউদ্দিন খলজি

28. আলাউদ্দিন খলজি  মোট কত বছর রাজত্ব করেছিল ?

উ: 20 বছর

29. গুজরাটের কোন রাজাকে আলাউদ্দিন খলজি পরাজিত করেছিলেন ?

উ: কর্ণদেব

30. দিল্লির কোন সম্রাট বিশ্ব সম্রাট হওয়ার জন্য বিশ্বজয়ের পরিকল্পনা করেন ?

উ: আলাউদ্দিন খলজি

আমাদের এই, খলজি বংশ বা আলাউদ্দিন খিলজি । Delhi Sultanate History of Alauddin Khilji পর্বের প্রশ্নগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে ।

আরও পড়ুন: পাল বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 

2 thoughts on “খলজি বংশ বা আলাউদ্দিন খিলজি | Delhi Sultanate History of Alauddin Khilji”

Leave a Comment