জার্মানিতে হিটলারের উত্থানের কারণ | Causes of Hitler’s rise in Germany

টেলিগ্ৰামে জয়েন করুন

জার্মানিতে হিটলারের উত্থানের কারণ | Causes of Hitler's rise in Germany

জার্মানিতে হিটলারের উত্থানের কারণ :সুপ্রিয় পাঠকবন্ধুরা আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে আমরা জার্মানিতে হিটলারের উত্থানের কারণ সম্পর্কে নিখুঁত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

জার্মানিতে হিটলারের উত্থানের কারণ :

প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় । বিভিন্ন কারণে এই সরকারের ওপর জনগণের অসন্তোষ বাড়তে থাকে। এই অসন্তোষকে হাতিয়ার করে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান হয় ।

জার্মানিতে নাৎসি দলের বা হিটলারের উত্থানের কারণ :

জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি হল নিম্নরূপ –

1. ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা :

প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই প্রজাতান্ত্রিক সরকার ভার্সাই চুক্তির শর্তগুলি মেনে নেওয়ায় জার্মানরা ভাইমার প্রজাতন্ত্রের প্রতি আস্থা হারায়।

2. হেরেনভক তত্ত্ব :

জার্মানির ক্ষমতা দখলের পূর্বে হিটলার প্রচার করেছিলেন যে জার্মানরাই একমাত্র বিশুদ্ধ আর্য জাতির উত্তরাধিকারী।
সুতরাং শ্রেষ্ঠ জাতি হিসেবে জার্মানরা অন্যান্য জাতির ওপর আধিপত্য কায়েম করার অধিকারী । এই তত্ত্ব হেরেনভক তত্ত্ব  নামে পরিচিত । এই তত্ত্বকে বাস্তবে অনুসরনের মাধ‍্যমে হিটলার ও তার নাৎসি দল প্রভূত জনপ্রিয়তা অর্জন করে।

3. হিটলারের ইহুদি বিদ্বেষ :

জার্মানরা ছিল মূলত টিউটন জাতিভুক্ত । তাই তারা জার্মানিতে বসবাসকারী ইহুদিদের একদম সহ্য করতে পারত না । প্রায় জার্মানবাসী তাদের দুরবস্থার জন্য ইহুদিরাই দায়ী বলে মনে করত ।

তাই নাৎসি দল জার্মানবাসীর মন বুঝে ইহুদি বিতাড়নকে তাদের অন্যতম কর্মসূচি বলে গ্রহণ করেন । নাৎসি দলের নেতৃত্বে জার্মানি থেকে ইহুদি বিতাড়ন কর্মসূচি তাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে সাহায্য করে ।

4. অর্থনৈতিক সংকট :

প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির অর্থনৈতিক দিক থেকে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতি ঘটে ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অত‍্যাধিক হারে বৃদ্ধি পায়। প্রজাতান্ত্রিক সরকার এই সংকট মেটাতে ব্যর্থ হলে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থান ঘটে।

5. জার্মান বিদেশ নীতির ব্যর্থতা :

জার্মান সাধারণতন্ত্রী সরকারের বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য ছিল সামরিক ভাবে জার্মানির স্বাধীনতা পুনরায় প্রতিষ্ঠিত করা । সেই উদ্দেশ্যে রাইন অঞ্চলকে পুনরায় জার্মানির অন্তর্ভুক্তিকরণ এবং বিদেশিদের কবল থেকে দেশকে রক্ষা করতে তাঁরা সচেষ্ট হয় ।

কিন্তু যুদ্ধের পর জার্মানি রাশিয়ার সঙ্গে র‍্যাপালাে সন্ধিতে আবদ্ধ হলে জার্মান বিদেশনীতির উদ্দেশ্য ব্যর্থ হয় , এতে জার্মানবাসী ক্ষুদ্ধ হয় ।
এই সুযোগকে হাতিয়ার করে জার্মানিতে হিটলারের উত্থানের পথ বহুলাংশে প্রশস্ত হয় ।

6. ভার্সাই চুক্তি :

হিটলারের উত্থানের প্রধান কারণ হল জার্মান জাতির ওপর অপমানজনক ভার্সাই সন্ধি আরােপ। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীর শােচনীয় পরাজয় এবং তারপর মিত্রশক্তি কর্তৃক জার্মানির ওপর চাপানো ভার্সাই সন্ধির গ্লানি জার্মান জাতির আত্মমর্যাদায় তীব্র আঘাত হানে।

তাই শুরু থেকেই জার্মান দেশপ্রেমিকরা এই. সন্ধির বিরােধিতা করতে থাকে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে হিটলারের নাৎসী দল ক্ষমতায় আসে ।

7. কমিউনিস্ট ভীতি :

কমিউনিস্টদের সম্পর্কে জার্মানদের মনে প্রবল ভীতি ছিল। কমিউনিস্ট নেতৃত্বে কৃষক-শ্রমিক আন্দোলন, শিল্প ধর্মঘট প্রভৃতিকে সাধারণ মানুষ এবং শিল্পপতি ও ভূ-স্বামীরা ভাল নজরে দেখেনি।

তারা মনে করত যে, একমাত্র নাৎসীরাই কমিউনিস্টদের প্রতিহত করতে পারে। এই কারণে তারা নানাভাবে নাৎসীদের সাহায্য করতে থাকে ।

8. বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা :

জার্মানিতে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত ছিল না ।প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ৯ বছরের মধ্যে জার্মানিতে অন্তত ১৫টি মন্ত্রীসভা ক্ষমতায় আসে।

9.  হিটলারের দক্ষতা :

জার্মানিতে নাৎসিবাদের উত্থানে হিটলারের সাংগঠনিক শক্তি , নেতৃত্বদানের দক্ষতা , বাগ্মিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ।
নিজের আত্মজীবনী মেঁই ক্যাম্ফে জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রচার জার্মানবাসীকে হিটলারের প্রতি অনুরক্ত করে তােলে । তাঁর জ্বালাময়ী ভাষণ জনমানসে নতুনভাবে উন্মাদনা সৃষ্টি করেছিল ।

10. সংসদীয় গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা :

জার্মানির গণতান্ত্রিক সংবিধানের ঘাটতির জন্য গণতন্ত্রের ভীত নরবরে ছিল । যার কারণে রাজনৈতিক ভাবে স্থিতিশীলতা ছিল না।
জার্মান জাতির গণতান্ত্রিক অধিকারগুলি সুপ্রতিষ্ঠিত করতে সরকার ব্যর্থ হয় । ফলে গরিষ্ঠ সংখ্যক জার্মানবাসী প্রচলিত গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার প্রতি আস্থা হারায় । যার পূর্ণ সুযােগ নেয় হিটলারের নাৎসি দল ।

মূল্যায়ন :

উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে জার্মানিতে নাৎসিবাদের উত্থানে হিটলারের সাংগঠনিক শক্তি , নেতৃত্বদানের দক্ষতা , বাগ্মিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ।ঐতিহাসিক ই.এইচ.কার হিটলারের এই উত্থানকে নাৎসি বিপ্লব বলে অভিহিত করেছেন ।

আরও পড়ুন :

ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব

Leave a Comment