West Bengal Excise Constable Syllabus 2022

টেলিগ্ৰামে জয়েন করুন

 

West Bengal Excise Constable Syllabus 2021

 

West Bengal  Excise Constable Syllabus 2022

প্রক্রিয়া

বন্ধুরা আজ তোমাদের সাথে আলোচনা করতে চলেছি West Bengal Excise Constable Syllabus এবং আবগারি লেডি কনস্টেবল এর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে । পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে 2019 সালে মার্চ মাসের 11 তারিখে আবগারি পুলিশের 3000 টি শূন্য পদের জন্য ফরম পূরণ প্রক্রিয়া শুরু হয় এবং তা চলে 10 এপ্রিল 2019 পর্যন্ত ।

পরীক্ষার তথ‍্য

পশ্চিমবঙ্গ পুলিশ আবগারি কনস্টেবল এবং আবগারি লেডি কনস্টেবল এর ফরম পূরন সম্পন্ন হওয়ার কয়েক মাস পরে তাদের প্রথম পর্যায়ে আসে প্রিলিমিনারি পরীক্ষা ,যেটিতে অবজেক্টিভ টাইপ এর প্রশ্ন পত্র থাকে 100 মার্কের ।
নির্বাচন প্রক্রিয়ার পর্যায়
1. প্রিলিমিনারি পরীক্ষা
2. শারীরিক মাপজোপ
3. মাঠ ( দৌড় )
4. মেন পরীক্ষা
5. ইন্টারভিউ বা সাক্ষাৎকার
5. মেডিকেল পরীক্ষা
 

West Bengal Excise  Constable Syllabus 2022: Preliminary Exam

প্রক্রিয়া
 
1. প্রিলিমিনারি পরীক্ষাটিতে 100 টি 
 অবজেকটিভ প্রশ্ন থাকবে ।
2. প্রতিটি প্রশ্নের উত্তর নির্বাচনের জন্য চারটি অপশন থাকবে তার মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে
3. প্রতি চারটি প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর করে কাটা যাবে এবং একটি প্রশ্ন ভুলের জন‍্য  0.25 নম্বর কাটা যাবে ।
4. পরীক্ষার জন্য সময় থাকবে 1 ঘন্টা বা 60 মিনিট ।
5. পরীক্ষায় উত্তরপত্র প্রস্তুতির জন্য OMR শিট দেওয়া হবে ।
6. উত্তরপত্রের OMR শিট কালো কালির বলপয়েন্ট পেন দিয়ে পূরণ করতে হবে ।
7. পরীক্ষাটিতে বাংলা ও নেপালি ভাষায় প্রশ্নপত্র থাকবে ।

West Bengal Excise Constable Syllabus : Preliminary 

 
জি.কে:-50
গণিত:30
রিজেনিং:-20
জি.কে : বিভিন্ন খেলার পুরস্কার, ট্রফিও ব্যবহৃত শব্দ, বিভিন্ন রাজ্যের অভয়ারণ্য, বিভিন্ন রাজ্যের নৃত্য ,বিভিন্ন উচ্চতম দীর্ঘতম বৃহত্তম ও ক্ষুদ্রতম সংক্রান্ত যাবতীয় প্রশ্ন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ দিবস, গুরুত্বপূর্ণ ব্যক্তির ছদ্মনাম, বিভিন্ন গবেষণাগার কেন্দ্র, গুরুত্বপূর্ণ গ্রন্থ রচয়িতা, বিভিন্ন দেশের সীমারেখা, বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, বিভিন্ন সদর দপ্তর , ইতিহাস,-ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন, জীব বিদ্যা, সংবিধান, অর্থনীতি, কম্পিউটার এবং সাম্প্রতিক ঘটে যাওয়া কারেন্ট অ্যাফেয়ার্স ।
গণিত:- গড়, চক্রবৃদ্ধি সুদ, শতাংশ, সময় এবং কাজ, লাভ-ক্ষতি, দশমিক ভগ্নাংশ, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, সরল সুদ, জটিল সুদ, সময় দূরত্ব, সরলীকরণ, সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম, মিশ্রণ, বয়স সংক্রান্ত, ক্যালেন্ডার ।
রিজেনিং:- ভেন ডায়াগ্রাম, সংখ্যা সিরিজ, কোডিং এবং ডিকোডিং, আলফাবেট, দিক নির্ণয়, সংখ্যা বিন্যাস, টেবিলে বসার বিন্যাস, রক্তের সম্পর্ক, বিবৃতি ও সিদ্ধান্ত, ঘড়ি, ঘনক ও ছক্কা, দর্পণ ।

West Bengal Excise  Constable Syllabus 2022: Physical Test

Wb Police Excise Constable  এবং লেডি কনস্টেবল এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে, পরবর্তী পর্যায় আসে শারীরিক মাপজোপ প্রক্রিয়া
পর্যায়                   ছেলে                          মেয়ে
দৌড়            1600 মিটার,                 400 মিটার
                     6:30 মিনিট                  2 মিনিট।
বুক             নরমাল 78 CM             NO Fix
                  ফোলানো 5 CM
উচ্চতা।      167 CM.                        162 CM
গোর্খা এবং রাজবংশীদের জন্য বিশেষ ছাড় রয়েছে,
পশ্চিমবঙ্গ আবগারি কনস্টেবল পুলিশে পুরুষদের 1600 মিটার দৌড়  6:30 মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 400 মিটার দৌড় 2 মিনিটে সম্পূর্ণ করতে হবে । প্রযোজ্য এই নিয়মাবলি অনুসারে যে যে ব্যক্তি শারীরিক মাপজোপ এবং মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা  মেন পরীক্ষার বসার সুযোগ পাবে ।

West Bengal Excise  Constable Syllabus 2022: Excise Main Exam

পরীক্ষার ধরন 

 
1. পরীক্ষাটিতে 90 টি প্রশ্ন থাকবে যার মান
    থাকবে 90 ।
2. পরীক্ষাটির প্রশ্নপত্র হবে অবজেক্টিভ টাইপ এর ।
3. প্রতিটি প্রশ্নে 4 টি করে উত্তর এর বিকল্প দেয়া থাকবে ওখান থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে
4. প্রতিটি  ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে ।
5. পরীক্ষাটির সময়সীমা থাকবে 1 ঘন্টা 30 মিনিট।
নাম্বার বিভাগ
 
সাধারণ জ্ঞান বা জিকে :30 , গণিত:20 ,

 রিজনিং:10ইংরেজি: 30

West Bengal Excise Constable Syllabus : Main

জি.কে : বিভিন্ন খেলার পুরস্কার,  খেলায় ব্যবহৃত শব্দ ও ট্রফি,  অভয়ারণ্যের অবস্থান,  বিভিন্ন রাজ্যের নৃত্য, গুরুত্বপূর্ণ উচ্চতম,  দীর্ঘতম,  বৃহত্তম,  ক্ষুদ্রতম, য়যাবতীয় প্রশ্ন,  পৃথিবীতে এবং ভারতের প্রথম পুরুষ ও মহিলা, পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা,   সদর দপ্তর এর নাম,  বিভিন্ন গবেষণাগারের নাম,  বিভিন্ন ছদ্মনাম,  বিষয় সংক্রান্ত বিদ্যা, বিভিন্ন বিষয়ের জনক, কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, কম্পিউটার ।
গণিত : গড়,  চক্রবৃদ্ধি সুদ,  শতাংশ , সময় এবং কাজ, দশমিক এবং ভগ্নাংশ,  অনুপাত ও সমানুপাত,  সংখ্যা সিস্টেম,  গসাগু ও লসাগু,  সরলীকরণ,  সরল সুদ,
সময় এবং দূরত্ব,  মিশ্রণ,  বয়স, ও ক্যালেন্ডার ।
ইংরেজি: Appropriate Preposition,  Phrasal Verbs And Group Verbs , Idiom and Phrases,
Synonyms And Antonyms , Errors , Miss Words , oneword Substitution , Voice Change Narration Change .
রিজেনিং: Series , Mirrior Image, Cube And Dice , Clock , Statement , blood Relation , Sitting Arrangement, Venn Diagram , Logical Sequence Of Word , Direction ,Coding And Decoding ,Number Series ,  Alphabet

West Bengal Excise  Constable Syllabus 2022: Interview Process

যেসকল ছাত্র-ছাত্রীরা উপরের পর্যায় গুলি অবলম্বন করতে পারবে তারা ইন্টারভিউ এ অংশগ্রহণ করার সুযোগ পাবে । পশ্চিমবঙ্গ পুলিশ আবগারি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এর মেন পরীক্ষার যে সকল ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করবে তাদের মেন পরীক্ষার নাম্বার ইন্টারভিউ এর নাম্বার নিয়ে তাদের মেধা তালিকা প্রকাশ করা হব

West Bengal Excise Constable  Syllabus 2022: Document Verification

WB Police Excise Constable  এবং লেডি কনস্টেবল এর ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য তোমরা তোমাদের লোকাল থানা থেকে SMS বা ফোন কল পাবে ,এবং সেখান থেকে একটি VR ফর্ম দেয়া হবে
আর যে ডকুমেন্টগুলো তোমাদের লাগবে প্রথমত জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যাদের আছে, (Sc,st obe ) এবং যে কোন একটি আইডি কার্ড  (pan, voter , adher ) সমস্ত কাগজ দুই কপি করে জেরক্স করতে হবে । তোমার বাবার এবং মায়ের ডকুমেন্টস এবং তোমার বাড়ির জমির দলিল, ভোটার লিস্ট এবং তোমার 25 কপি ছবি,
আর স্কুল লিভিং সার্টিফিকেট আপাতত এই ডকুমেন্টগুলো লাগবে ।

 West Bengal Excise  Constable Syllabus 2022: Medical Test

 
বন্ধুরা তোমরা যারা WB Police Excise Constable  এর উপরের প্রক্রিয়া গুলি সম্পন্ন করে মেডিকেল টেস্ট পর্যায়ে এসে পৌঁছাবে এখানে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হইবে
                     a. Vision
  Distance Vision:
Better Eye                           Worse Eye
6/9                   Or                6/9
6/9                                         6/12.
Near Vision :
Better Eye                          Worse Eye
0/6.                                       0/8
                 b. Hearing
1.Rinner Test
2. Weber Test
3. Tests For Vertigo
c. শিরার একটি পরীক্ষা
d.  কথা বলতে অসুবিধা কিনা সেটির পরীক্ষা
e. হাঁটুর নকনি
f. বুকের এক্সরে
এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার দপ্তর কর্তৃক অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা ।
সমস্ত ছাত্র-ছাত্রীদের বলছি WB Police Excise Constable  এবং সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জিকে ও বিভিন্ন খবর জানতে এই  (ডি আর মনোযোগ) ওয়েবসাইটটি ফলো করবেন
সর্বশেষে যদি কোনো  ছাত্র-ছাত্রীর কোন বিষয়ে প্রশ্ন থাকে তবে অবশ্যই মন্তব্য বক্সে জানাবেন আমরা অবশ্যই উত্তর দেয়ার চেষ্টা করব ।

1 thought on “West Bengal Excise Constable Syllabus 2022”

Leave a Comment