SSC MTS GK Mock Test in Bengali Part -16

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS GK Mock Test in Bengali Part -16

SSC MTS GK Mock Test in Bengali Part -16 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি অনুশীলনের মাধ‍্যমে তোমরা তোমাদের প্রস্তুতি আরও উন্নত করতে পারবে।

SSC MTS GK Mock Test in Bengali Part -16 :

1. কত সালে নীল কমিশন গঠন করা হয় ?

A. ১৮৪০ সালে
B. ১৮৫০ সালে
C. ১৮৬০ সালে
D. ১৮৭০ সালে

উত্তর : C

2. ভিতরকণিকা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. পশ্চিমবঙ্গে
B. হরিয়ানায়
C. বিহারে
D. ওড়িশায়

উত্তর : D

3. সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয় ?

A. ১৯৯৯ সালে
B. ১৯৯৮ সালে
C. ২০০০ সালে
D. ২০০২ সালে

উত্তর : C

4. মিড ডে মিল প্রথম কোন রাজ্যে শুরু হয় ?

A. পশ্চিমবঙ্গে
B. উত্তরপ্রদেশে
C. গুজরাটে
D. তামিলনাড়ু

উত্তর : D

5. ২০২০ সালে মরোণত্তোর গান্ধী পিস প্রাইজ কে পেয়েছিলেন ?

A. এ.পি.জে. আব্দুল কালাম
B. অরুণ জেটলি
C. সুষমা স্বরাজ
D. বঙ্গবন্ধু মুজিবর রহমান

উত্তর : D

6. ১৮ টি দেশের মোট ৩৮ টি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা ?

A. ISRO
B. ROSCOSMOS
C. JAXA
D. NASA

উত্তর : B

7. কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিলো ?

A. মাউন্টব্যাটেন পরিকল্পনা
B. ক্যাবিনেট মিশনের পরিকল্পনা
C. অ্যালুরেড ক্লার্ক পরিকল্পনা
D. জন অ্যাডাম পরিকল্পনা

উত্তর : A

8. সাতপুরা কী প্রকৃতির পর্বত ?

A. ভঙ্গিল পর্বত
B. স্তূপ পর্বত
C. ক্ষয়জাত পর্বত
D. আগ্নেয় পর্বত

উত্তর : B

9. ‘ হকির যাদুকর ‘ কাকে বলা হয় ?

A. ধ্যানচাঁদ
B. কপিল দেব
C. পি.টি.ঊষা
D. মিল্কা সিং

উত্তর : A

10. মিজোরাম রাজ্যের সীমান্ত বরাবর বৃহৎ ‘সীমান্ত হাট’ খোলার ব্যবস্থা করছে কোন দেশ ?

A. নেপাল
B. বাংলাদেশ
C. চীন
D. পাকিস্তান

উত্তর : B

11. কোন উদ্ভিদের চোষক মূল আছে ?

A. পাইন তুলসী
B. চন্দন
C. স্বর্ণলতা
D. তুলসী

উত্তর : C

12. আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

A. ফুটবল
B. হকি
C. ক্রিকেট
D. রাগবি

উত্তর : B

13. কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় ?

A. আরশোলা
B. শামুক
C. ঝিনুক
D. উপরের সবগুলি

উত্তর : D

14. নিজের কোনটি ক্লোরোফ্লোরো কার্বনের উৎস ?

A. ডিজেল ট‍্যাঙ্ক
B. অ্যাসিড বৃষ্টি
C. এরোসল
D. জেট প্লেন

উত্তর : D

আরও দেখুন : মকটেস্ট পর্ব -15

1 thought on “SSC MTS GK Mock Test in Bengali Part -16”

Leave a Comment