Top Reasoning Questions In Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

 Reasoning practice set in bengali | conditional reasoning

প্রিয় বন্ধুরা,
Top Reasoning Questions In Bengali পর্বটিতে কতগুলি গুরুত্বপূর্ণ রিজিনিং এর প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে । এই ধরনের রিজনিং প্রশ্ন গুলো  Reasoning for wbp, WBCS Reasoning ,PSC Reasoning ,RRB Group D Reasoning ,RPF Reasoning , verbel reasoning test ,ইত্যাদি পরীক্ষায় দিয়ে থাকে, তাই তোমরা অবশ্যই এই রিজনিং প্রশ্ন গুলো  দেখে নাও
Top Reasoning Questions In Bengali

 

Reasoning Questions In Bengali

 

 

1.  6  , 12  , 20   , 30     ?     56  , 72 প্রশ্নচিহ্ন স্থানে নিম্নের কোন সংখ্যাটি বসবে ?
উ:42
2. Teacher যেমন Book  এর সঙ্গে সম্পর্কিত তেমনি Doctor এর  সাথে কার সম্পর্ক রয়েছে ?
উ: স্টেথোস্কোপ
3.  Blunt  যদি Sharp হয় তাহলে Sow কি হবে ?
উ: Reap
4.  যদি COW =42 হয় আর GOAT = 43 হয় তবে
DOG = কি হবে
উ: 26
 
5. 240,  ? ,  120 ,  40 , 10 , 2 প্রশ্নবোধক স্থানে কত বসবে
উ: 240
6. নিচের সংখ্যাগুলো থেকে বেমানান শব্দটি নির্ণয় করুন   1 , 4 , 9 , 16 , 20 , 36 , 49
উ: 20
 
7. নিচের শব্দগুলির মধ্যে কোনটি বেমানান শব্দ
গারো , খাসি , কাংড়া , জয়ন্তিয়া
উ: কাংড়া , বাকিগুলো পাহাড়ের নাম
 
8.  এক ব্যক্তি 10 মিটার সামনে গিয়ে আমার 10 মিটার ডান দিকে গেলেন । এরপর ওই ব্যক্তির প্রত্যেকবার বাম দিকে যথাক্রমে 5 মিটার 15 মিটার এবং আরো 15 মিটার গেলেন শুরু থেকে শেষ স্থানের দূরত্ব কত ?
উ: 5 মিটার
9. পাঁচ জন বালক একটি গোল টেবিলে বসে আছে । অজয় আছে রমেশ এবং ডোমিনিক এর মাঝে । সোলেমান আছে বাবুর বামদিকে । রমেশ আছে সোলেমানের বামদিকে  । তাহলে অজয়ের ডানদিকে কে বসে আছে ?
উ: রমেশ
10. একটি ঘড়িতে ঠিক সময় 4:30 ঘড়ির মিনিটের কাটা টি পূর্ব দিকে থাকলে তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে ?
উ: উত্তর পূর্ব 
 
11. 26 , 34 , 61 , 125 , ? প্রশ্ন স্থানে কথা বসবে
উ: 250
12. 2 , 5 , 10 , 17 , 26 , 37 , 50 , ?  কত বসবে
উ: 65
13.  Kolkata কে যদি   111 51211012001 লেখা হয় তাহলে Bengal কে কি লেখা হবে ?
উ:  020514070112
 
14. পোস্ট অফিস আছে স্কুলের পূর্ব দিকে কিন্ত বাড়ি আছে ইস্কুলের দক্ষিনে , বাজার আছে পোস্ট অফিসের উত্তরে , যদি বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব , বাড়ি থেকে স্কুলের দূরত্বের সমান হয়  ,তবে ইস্কুল এর কোন দিকে বাজার আছে ?
উ: উত্তর পূর্ব 
 
15. A = 2 , B = 4   হলে INDIA এই শব্দটি সমান মোট কত হবে ?
উ: 74
16. FOG : KTL : RAT : ? প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে ?
উ: WFY
17. রবি পশ্চিম দিকে 15 মিটার গেল  ,তারপর ডান দিকে ঘুরে 15 মিটার এবং বাঁ দিকে ঘুরে বারো মিটার গেল । এরপর আবার বাঁ দিকে ঘুরে 15 মিটার গেল । তার প্রারম্ভিক এবং অন্তিম অবস্থানের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কত ?
উ: 27 মিটার 
 
18. কোন সাংকেতিক ভাষায় ‘123’ বলতে  ‘bright little boy ‘ এবং ‘145’ বলতে ‘tell big boy ‘ ও  ‘637’ বলতে
‘ beautiful little flower ‘, বোঝালে তাহলে ওখানে কোন সংখ্যাটি bright বোঝাবে ?
উ: কোনোটিই নয়
 
19. পাঁচ জন বালক বৃত্তের ন্যায় একটি টেবিলে বসে
আছে । সুজয় ও বিজয়ের মাঝখানে  অরূপ আছে , কিরনের বাঁদিক দিশা আছে ,দিশার বাঁদিকে অজয় আছে তাহলে কিরনের ডান দিকে কে  আছে ?
উ: বিজয়
20. যদি  M = 14 , TANK = 62 , হয় তবে
STARDOM = কত হবে
উ: 99
21. নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ভুল সংখ্যা
  7 , 28 , 63 , 124 , 215 , 342 , 511 ,
উ: 28
22. বিনা এক বছরের বড় খুশির থেকে । খুশি দু বছরের বড় রাহুলের চেয়ে তাহলে এর মধ্যে ছোট কে ?
উ: রাহুল
23. যদি BETA শব্দটিকে সংকেত ভাষায় YVZG লেখা হয় , তবে FOSTER শব্দটিকে কি লেখা হবে ?
উ: NROW
 
24. লাল যদি সবুজ হয়, সবুজ যদি সাদা হয় , সাদা যদি হলুদ হয় , হলুদ যদি কালো হয় , কালো যদি লাল হয় , লাল যদি বাদামি হয় ,তবে ভাতের রং কি হবে ?
উ: হলুদ
25. ঘড়িকে যদি টিভি বলা হয়, টিভিকে যদি রেডিও বলা হয় ,রেডিওকে যদি ওভেন বলা হয়, ওভেনকে যদি পেন বলা হয়, পেন কে যদি ইস্ত্রি বলা হয়, তবে রান্না কিস করা হয় ?
উ: পেন
 
26. ইংরেজি বর্ণমালার  ‘ I ‘ এর  বাঁদিকের 4 নম্বর বর্ণের ডানদিকের 16 তম বর্ণ কোনটি ?
উ: U
27. A হলো B এর মা , C হল B এর বোন , D  হল  A এর বোন ,তাহলে  এই হিসাবে C ,A  এর কে হয় ?
উ: কন‍্যা
 
28. একজন মহিলার দিকে তাকিয়ে সোমা বলল, তিনি হলেন আমার মায়ের একমাত্র ছেলের বাবার বোন, তাহলে ওই মহিলা সোমার কে হন ?
উ: পিসি
29. একটি ঘড়িতে 9:30 বাজলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হবে ?
উ: 105 ডিগ্রী
 
30.   এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে ?

 

উ: 18

1 thought on “Top Reasoning Questions In Bengali”

Leave a Comment