Jibon Mukherjee History Gk Bengali Version | জীবন মুখোপাধ্যায় ইতিহাস

টেলিগ্ৰামে জয়েন করুন

 Gibon Mukherjee History Gk Bengali Version | জীবন মুখোপাধ্যায় ইতিহাস

Jibon Mukherjee History Gk Bengali Version | জীবন মুখোপাধ্যায় ইতিহাস

Jibon Mukherjee History Book For WBCS

প্রিয় বন্ধুরা,
                 আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Jibon Mukherjee History Gk Bengali Version |  জীবন মুখোপাধ্যায় বই থেকে ইতিহাসের এর  গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলি তোমাদের সমস্ত রকম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

Gibon Mukherjee History Gk | Gibon Mukherjee History Gk Book

 

1. কোন গ্রন্থে প্রাচীন বাংলার মেয়েদের জলক্রিয়ার উল্লেখ আছে

উ পবনদূত গ্রন্থে

 

2. নগেন্দ্রনাথ সর্বাধিকারী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন

উ ফুটবল

 

3. কত সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিলু

উ 1792 সালে

 

4. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি

উ স্কটিশ চার্চ কলেজ

 

5. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন

উ দেবেন্দ্রনাথ ঠাকুর

 

6. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন

উ উমেশচন্দ্র দত্ত

 

7. কোন ব্যক্তি নববিধান প্রতিষ্ঠা করেছিলেন

উ কেশবচন্দ্র সেন

 

8. এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী

উ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

9. ভারতবর্ষে ফুটবল খেলার প্রচলন করেছিলেন

কারা

উ ইংরেজরা

 

10. জীবনের ঝরাপাতা গ্রন্থটি কি মূলক গ্রন্থ

উ আত্মজীবনীমূলক

 

11. 1898 খ্রিস্টাব্দের চুয়াড় বিদ্রোহের নেতা কে

ছিলেন

উ জগন্নাথ সিংহ

 

12. ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন

উ সন্ন্যাসী

 

13. সত্তর বৎসর কার লেখা

উ বিপিনচন্দ্র পাল

 

14. দাদাসাহেব ফালকে পুরস্কার কোন বিষয়ে সঙ্গে যুক্ত

উ চলচ্চিত্র

 

15. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়

উ 5 জুন

 

16. কাদের কাছ থেকে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল

উ পর্তুগীজদের কাছ থেকে

 

17. বিহু কোথাকার প্রচলিত নৃত্য

উ আসাম

 

18. বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় কত

সালে

উ 1865 সালে, 7 ই ডিসেম্বর

 

19. কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়

উ 1800

 

20. হিন্দু কলেজের বর্তমান নাম কি

উ প্রেসিডেন্সি কলেজ

 

21. কত সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়

উ 1817 সালে

 

22. কত সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়

উ 1835 সালে

 

23. বর্তমান ভারতের রচয়িতা কে

উ স্বামী বিবেকানন্দ

 

24. সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নামে অভিহিত করেন কে

উ ভি ডি সাভারকার

 

25. কত সালে আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়

উ 1882 সালে

 

27. ভারতমাতা চিত্রটি কে অঙ্কন করেন

উ অবনীন্দ্রনাথ ঠাকুর

 

28. হুতুম প্যাঁচার নকশা  কার রচিত

উ কালীপ্রসন্ন সিংহ

 

29. তিতুমীরের প্রকৃত নাম কি ছিল

উ মির নিসার আলী

 

30. হূল কথাটির আক্ষরিক অর্থ কি

উ বিদ্রোহ

 

31. কোন স্থান থেকে দিকদর্শন প্রকাশিত হয়েছিল

উ শ্রীরামপুর

 

32. শিবপুর বোটানিক্যাল গার্ডেন কত সালে স্থাপিত হয়েছিল

উ 1787 সালে

 

33. বাংলায় কলের গান কে তৈরি করেন

উ হেমেন্দ্র মোহন বসু

 

34. বন্দেমাতরম সঙ্গীতটি কবে রচিত হয়

উ 1882 খ্রিস্টাব্দে

 

35. হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন

উ নবগোপাল মিত্র

 

36. কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়

উ 1876 খ্রি:

 

37. মহাবিদ্যা সময় ভারতের গভর্নর কে ছিলেন

উ লর্ড ডালহৌসি

 

38. কোন মেলার অপর নাম মিত্র মেলা

উ হিন্দু মেলা

 

39. অষ্টাধ্যায়ী গ্রন্থটি রচয়িতা কে

উ পাণিনি

 

40. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন

উ গুরুদাস বন্দ্যোপাধ্যায়

 

41. নীলদর্পণ নাটকটির রচয়িতা কে

উ দীনবন্ধু মিত্র

 

42. হিন্দু প্যাট্রিয়ট এর রচয়িতা কে

উ হরিশচন্দ্র মুখোপাধ্যায়

 

43. হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য কি ছিল

উ জাতীয় ঐক্য বৃদ্ধি

 

44. বন্দেমাতরম সঙ্গীতটি কে রচনা করেন

উ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

45. আলবার্ট হল এর বর্তমান নাম কি

উ কফি হাউজ

 

46. গোরা উপন্যাসটি কে রচনা করেছিলেন ?

উ: রবীন্দ্রনাথ ঠাকুর

 

47. বুদ্ধদেব তার ধর্ম কোন ভাষায় প্রচার করেছিলেন ?

উ: পালি ভাষায়

 

48. বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?

উ: শশাঙ্ক

 

49. জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকান্ড কত তারিখে সংঘটিত হয়েছিল ?

উ: 13 এপ্রিল

 

50. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন?

উ: মৌলানা আবুল কালাম আজাদ

 

আরও পরতে ক্লিক করুন :গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ

1 thought on “Jibon Mukherjee History Gk Bengali Version | জীবন মুখোপাধ্যায় ইতিহাস”

Leave a Comment