ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা

টেলিগ্ৰামে জয়েন করুন

ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা

ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সাথে আলোচনা করলাম ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলি

ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা :

ভূমিকা : বর্তমানকাল ‘ তথ্য বিস্ফোরণের যুগ ’ নামে পরিচিত  এই তথ্য বিস্ফোরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সম্প্রতি ইনটারনেট ব্যবস্থার ব্যাপক প্রসার। এটি ব্যবহার করে খুব সহজে এবং নিমেষে বিভিন্ন বিষয়ের মতো  বিভিন্ন তথ্যাদিও সংগ্রহ করা যায় । কিন্তু তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইনটারনেট ব্যবহারের কিছু সুবিধা ও  অসুবিধা রয়েছে। সেগুলি সম্পর্কে আলোচনা করা হল-

ইনটারনেট ব্যবহারের সুবিধা :

1. তথ্যের সহজলভ্যতা : ইনটারনেটের সহায়তায় অতি সহজে এবং ঘরে বসে সারা দুনিয়ার যাবতীয় তথ্য জেনে নেওয়া যায়। অন্য কোনো মাধ্যম থেকে এরূপ সহজে তথ্য সংগ্রহ করা সম্ভব নয়।

2. স্বল্প অর্থব্যয় : বিভিন্ন বইপত্র কিনে গ্রন্থাগার বা গবেষণাগারে নিয়মিত যাতায়াত করে কোন তথ্য সংগ্রহ করতে গেলে যে বিপুল পরিমাণ অর্থব্যয় করতে হয় , তা ইনটারনেটের ক্ষেত্রে করতে হয় না। খুব সামান্য অর্থব্যয় করে ইনটারনেটের মাধ্যমে সেসব তথ্য সংগ্রহ করা খুবই সহজ।

3. সময় বাঁচানো : বইপত্র বা অন্য কোনো সূত্র থেকে কোনো তথ্য সংগ্রহ করতে গেলে প্রচুর সময় ব্যয় করতে হয়। কিন্তু ইনটারনেট থেকে তথ্য সংগ্রহ করতে খুব বেশি সময় ব্যয় করতে হয় না। এমনকি ইনটারনেট থেকে প্রাপ্ত কোনো সুবিশাল বইয়ের কোথায় প্রয়োজনীয় তথ্য বা শব্দগুলি আছে তাও সার্চ করে দ্রুততার সাথে বের করা যায়।

4. দুর্লভ তথ্যপ্রাপ্তি : ইনটারনেটের মাধ্যমে নানা ধরনের অনলাইন লাইব্রেরি থেকে, গুরুত্বপূর্ণ কোনো বইয়ের কপি , অনলাইন আর্কাইভ থেকে আসল রিপোর্টের কপি প্রভৃতি পাওয়া সম্ভব।

5. সহজে প্রশ্নের উত্তর লাভ : তথ্য সংগ্রহ করতে গিয়ে মনে কোনো প্রশ্ন জাগলে অনেকসময় ইনটারনেটে সেই প্রশ্ন লিখেও সরাসরি উত্তর পাওয়া যায়।

ইন্টারনেট ব‍্যবহারের অসুবিধা :

1. নির্ভরযোগ্যতার অভাব : ইনটারনেট থেকে প্রাপ্ত তথ্যগুলি কতটা যথার্থ বা নির্ভরযোগ্য তা যাচাই করা খুব কঠিন। একই বিষয়ে বিভিন্ন ওয়েবসাইটে পৃথক পৃথক তথ্য থাকায় পাঠক বা গবেষকদের নানান সমস্যা হয়।

2. মনগড়া তথ্য : ইনটারনেটে আজকাল যে কেউ নিজের মনগড়া ভুল তথ্য আপলোড করছে। ফলে তা গবেষণার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সৃষ্টি করছে।

3. গবেষণার মান হ্রাস : ইনটারনেট থেকে প্রাপ্ত বিভিন্ন অসত্য বা অর্ধসত্য তথ্য ব্যবহার করতে গিয়ে পাঠক ও গবেষকগণ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং গবেষণার গুণগত মান কমে যাচ্ছে।

4. তথ্যের অসমাপ্ততা : বহু ক্ষেত্রে ইনটারনেটে বই বা গবেষণার অংশবিশেষ পাওয়া যায়। এর পূর্ণাঙ্গ কাজটি পাওয়া না যাওয়ায় পাঠক ও গবেষকগণ নানা সমস্যার সম্মুখীন হন।

মূল‍্যায়ন : তথ‍্যসংগ্ৰহের ক্ষেত্রে ইন্টারনেটের নানান সুবিধা থাকা সত্ত্বেও ইন্টারনেটকে অতিমাত্রায় ভরসা করা ঠিক নয়। ইন্টারনেটের নানান অসুবিধা সত্ত্বেও আজকের দিনে তথ‍্যসংগ্ৰহের জন‍্য ইন্টারনেটকে অস্বীকার করার উপায় নেই।

আরও পড়ুন : বিজ্ঞানের সুফল ও কুফল

Leave a Comment