Gk questions with answers in bengali part-35 , প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্নউত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

 

1.শব্দ দূষণের ফলে কানের যে অংশে সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটির নাম কি ?

উ:অরগান অফ কর্টি

2.বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতের বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তার নাম কি ?

উ: শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

3.মাউন্ট কাটমাই কোথায় অবস্থিত ?

উ: আলাস্কা

4.চোখের যে ত্রুটির ফলে দুরের বস্তু অস্পষ্ট হয় ,কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখায় তাকে কি বলে ?

উ: মায়োপিয়া

5.কত বছর বয়সে সুপ্রিম কোর্টের  বিচারক অবসর নেন ?

উ:65 বছর বয়সে

6.মূল সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত ছিল ?

উ: 7 টি

7.The Spring Tiger নামে কে পরিচিত ?

উ: নেতাজী সুভাষচন্দ্র

8.দৈর্ঘ্য পরিমাপের সর্ববৃহৎ এককটির নাম কি ?

উ: পারসেক

9.বীজহীন ফল  উৎপাদনে  সাহায্য  করে কোন হরমোন?

উ: অক্সিন হরমোন সাহায্য করে

10.পিঁয়াজে কোন অ্যাসিড থাকার ফলে আমাদের চোখ জ্বালা করে ?

উ: সালিসাইক্লিক অ্যাসিড

11.আলেকজান্ডার কত সালে ভারত আক্রমন করে ছিল ?

উ:326 খ্রিস্ট পূর্ব

12.অর্জুন পুরস্কার কোন বিষয়ের সাথে জড়িত ?

উ:খেলা ধূলার সাথে জড়িত

13.সারদা খাল কোন রাজ‍্যে অবস্থিত ?

উ:উত্তরপ্রদেশে অবস্থিত

14.গ্ৰীষ্মকালে উত্তর ভারতে সমতলে যে স্থানীয় বাতাস প্রবাহিত হয় তার নাম কি ?

উ: লু

15.ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

উ:বেসবলের সাথে যুক্ত

16.শবরিমালা মন্দির ভারতের কোন রাজ‍্যে অবস্থিত ?

উ: করালায় অবস্থিত

17.NCC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উ:দিল্লি তে অবস্থিত

18.পানিপথ তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ‍্যে অবস্থিত ?

উ:হরিয়ানা তে অবস্থিত

19.ভারতের ইতিহাসে গুপ্তচর সুত্রপাত প্রথম কোন সময়ে ?

উ: মৌর্য যুগে

20.কোন দিনকে মুসলিম লীগ প্রত‍্যক্ষ সংগ্ৰাম দিবস বলে ঘোষনা করেন ?

উ:16 আগষ্ট 1946

21.যে যন্ত্রের মাধ‍্যমে শব্দ প্রস্তুত করা হয় তাকে কি বলা হয় ?

উ: ফোনোগ্ৰাফ

22.নিউক্লিয়াসের আকার যে একক দ্বারা প্রকাশ করা হয় তার নাম কি ?

উ: ফার্মি

23.বিউটিপার্লারে চুল বিন‍্যস্ত করার জন্য কি ব‍্যাবহার করা হয় ?

উ: ফসফরাস

24.সোনালী বিপ্লব কোন ফসল উৎপাদনের সঙ্গে জড়িত ?

উ: আপেল

25.কোন গাছকে সূর্যের কন‍্যা বলা হয় ?

উ: তুলো গাছকে বলা হয়

26.ইউগা ভারতের কোন রাজ‍্যের উপজাতি ?

উ:কর্ণাটকে অবস্থিত

27.যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব‍্যাবহার করেন প্রথম ?

উ: বাবর

28.কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত
হয় ?

উ: 1 টাকা

29.মহম্মদ বিন তুঘলক এর পূর্ব নাম কি ছিল ?

উ: জুনা খাঁ

30.যোজনা কমিশনের পরিবর্তে কাজ করছে কোনটি ?

উ: নীতি আয়োগ

Leave a Comment