gk question in bengali,জেনারেল নলেজ বাংলা

টেলিগ্ৰামে জয়েন করুন

gk question in bengali,জেনারেল নলেজ বাংলা

Table of Contents

 gk question in bengali 

1. LPG এর প্রধান উপাদানের নাম কি ?

উ: বিউটেন

2. মরুভূমিতে মরীচিকা সৃষ্টির প্রধান কারণ কি ?

উ:অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

3. MAC নম্বর কিসের সাথে সম্পর্কযুক্ত ?

উ:বিমানের গতি

4. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রী ফারেনহাইট ?

উ:98.4 ডিগ্রী

5. বিরহোর  উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?

উ:বিহার

6. ভারতের বৃহত্তম জলপ্রপাত এর নাম কি এবং কোথায় অবস্থিত ?

উ:কুঞ্চিকল  ,কর্ণাটকে অবস্থিত

7. সবুজ বিপ্লব কথাটি কি উৎপাদনের সাথে জড়িত ?

উ: খাদ্যশস্য উৎপাদন

8 ভারতের কোন রাজ্যে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত ?

উ: অন্ধ্রপ্রদেশ  (হায়দ্রাবাদে )

9. সর্বোচ্চ দ্রাঘিমা রেখার মান কত ডিগ্রি ?

উ:180 ডিগ্রী

10. রাজ্য সরকারের আয়ের প্রধান উৎস হল ?

উ:আবগারি শুল্ক

11. ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি ?

উ: নির্মলা সীতারামন

12 ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য গুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?

উ:রাশিয়ার সংবিধান

13. অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?

উ: ক্ষণপদ

14. ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কতগুলি ?

উ:24 

15. রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?

উ: ভিটামিন D

16. ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়ে থাকে ?

উ:নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী কে

17. ভারতের প্রথম রাষ্টপতির নাম কি ?

উ : ডঃ রাজেন্দ্র প্রসাদ

18. গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি নাম কি ?

উ:সচ্চিদানন্দ সিংহ

19. রঙ্গনস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত ?

উ: জাতীয় হকি ( female )

20. ইস্কন মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত 

উ: নদীয়া জেলার মায়াপুর

21. মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় ?

উ : যকৃৎ

22. ডেঙ্গু কি ঘটিত রোগ ?

উ: স্ত্রী ইডিস মশা বাহিত, ভাইরাস ঘটিত রোগ

23. জীব বিদ্যার জনক কাকে বলা হয় ?

উ: অ্যারিস্টটল

24. 1 GB সমান কত MB ?

উ: 1024 MB

25. ভারতবর্ষের প্রথম পুরুষ পাইলটের নাম কি ?

 উ:জে আর ডি টাটা

26. উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত কোন দেশ ?

উ: জাপান

27. বেসবল যে মাঠে খেলা হয় তাকে কি বলে ?

উ: ডায়মন্ড

28. স্পেনের জাতীয় খেলার নাম কি ?

উ: ষাঁড়ের লড়াই

29 বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল ?

উ:1802 খ্রি., দ্বিতীয় বাজিরাও ইংরেজদের মধ্যে

30. প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি ?

উ: সমাচার দর্পণ ( প্রকাশক -মার্শম‍্যান )

   প্রশ্নগুলো আপনাদের কেমন লাগলো 
      কমেন্ট করে জানাবেন
     

Leave a Comment