General Knowledge Tarun Goyal Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন
General Knowledge Tarun Goyal Bengali
General Knowledge Tarun Goyal Bengali

General Knowledge Tarun Goyal Bengali :

1. কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?

উ: ইথিলিন

2. তৈমুর লং কোন সুলতানি বংশের আমলে ভারত আক্রমণ করেছিলেন ?

উ: তুঘলক

3. আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন ?

উ: সিকন্দর সহ

4. পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব কে হয়েছিলেন ?

উ: মীরজাফর

5. কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়?

 উ: শিলিগুড়ি

6 পশ্চিমবঙ্গের শাল গাছ কোথায় পাওয়া যায় ?

উ: বাঁকুড়া জেলায়

7. রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত ?

উ: হায়দ্রাবাদ

8. ভীমতাল কোথায় অবস্থিত ?

উ: ননীতাল এ অবস্থিত

9. ইউরিয়া স্টিবা সিন কোন রোগের ঔষধ রূপে ব্যবহৃত হয় ?

উ: কালাজ্বর

10. খাজুরাহো মন্দির গুলি কোন ধরনের শিল্প রীতির নিদর্শন ?

উ:নাগারা

11. ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে?

উ: 26 নভেম্বর

12. ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি ?

উ: নির্মলা সীতারামন

13. গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ এর মধ্যবর্তী স্থানে অবস্থিত রদের নাম কি ?

উ:পুলিকট হ্রদ

14. প্রাইভেট কোম্পানি হিসেবে মিলিটারি এয়ারক্রাফট তৈরি করতে চলেছে কোন গ্রুপ ?

উ:টাটা গ্ৰুপ

15. সূর্য থেকে আমাদের কাছে আলো এসে পৌঁছাতে সময়  কত লাগে ?

উ: 8 মিনিট

16. ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গ কে স্পর্শ করেছে ?

উ: 5 টি

17. কোন নদীর উপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু নির্মিত হল ?

উ: তিস্তা

18. ভারতের সর্বাধিক তামাক উৎপাদন রাজ্য কোনটি ?

উ: অন্ধ্রপ্রদেশ

19. গরিবি হটাও স্লোগান টি প্রথম কে দিয়েছিল ?

উ:ইন্দিরা গান্ধী

20. পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?

উ: জে রবার্ট ওপেনহাইমার

21. জীবাশ্ম দাহ করলে কোন গ্যাস নির্গত হয় ?

উ: কার্বন ডাই অক্সাইড

22. শদ্বের সর্বাধিক গতিবেগ বেশি কোথায় ?

উ:কঠিন পদার্থে

23. 20 টাকার নোটের পিছনে কোন জায়গার ছবি  আছে ?

উ: ইলোরা গুহা

24. কাট পুটলি কোন রাজ্যের লোক নিত্য ?

উ: রাজস্থান

25. খালি চোখে দেখা যায় না  এমন কোষের সাইজ  কত  ?

উ: 100 মাইক্রন

26. আধুনিক পর্যায় সারণির কোন পর্যায়ে 32 টি  মৌল আছে ?

উ:6 পর্যায়ে

27. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?

উ:লাদাখ

28. ভারতের জীবন রেখা বলা হয় কোন পথকে ?

উ: ভারতীয় রেলপথ কে

29. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ?

উ: 61 বছর

30. ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি ?

উ: কুঞ্চিকল

আরও পড়ুন : gk bengali language

Leave a Comment