General Knowledge In Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

 50+ General Knowledge In Bengali

General Knowledge Questions With Answers In Bengali
general knowledge questions in bengali

 

সুপ্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে দিলাম 50+ general knowledge in bengali এর একটি পর্ব যেখানে রয়েছে bengali gk question and answer  এর কিছু  প্রশ্ন ও  উত্তর ।

 

আজকের এই General Knowledge In Bengali পর্বের gk bengali question answer গুলি যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

 

50 +General Knowledge In Bengali

 

1. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কোন সালে ?

উ: 1914 সালে

 

2. আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের সিংহাসন শাসন করছিল কোন রাজবংশ ?

উ: নন্দ বংশ

 

3. কোন বাঙালি সাহিত্যিক রসরাজ নামে পরিচিত ছিলেন ?

উ: অমৃতলাল বসু

 

4. ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষাংশ রেখা গিয়েছে ?

উ: কর্কটক্রান্তি রেখা

 

5. 1 ডেকালিটার = কত লিটার ?

উ: 10 লিটার

 

6. ভারতীয় রাজ্যগুলির প্রধান হিসেবে দায়িত্বে থাকে কোন ব্যক্তি ?

উ: রাজ্যপাল

 

7. কারলা বৌদ্ধ গুহাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে ?

উ: মহারাষ্ট্র

 

8. চেতক নামক  ঘোড়াটি কার ছিল ?

উ: মহারানা প্রতাপ

 

9. মীরাবাঈ চানু তিনি কোন   খেলার সাথে যুক্ত ?

উ: ভারোত্তলন

 

10. উচ্চতাজনিত ভয় কে কি বলা হয়ে থাকে ?

উ: অ্যাক্রোফোবিয়া

 

11. কোন কি এর সাহায্যে অধিকাংশ ব্রাউজারে  ফুল-স্ক্রিন মোড  দেখতে পাওয়া যায় ?

উ: F 11

 

12. দিল্লির কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে যান ?

উ: মহাম্মদ বিন তুঘলক

 

13 কোন দিনটিতে বিশ্ব রেডক্রস দিবস হিসেবে পালিত হয় ?

উ: 8 মে

 

14. কোন পরমাণুর নিউক্লিয়াসে কোন নিউটন কণা থাকে না ?

উ: প্রোটিয়াম

 

15. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?

উ: সুচেতা কৃপালিনী

 

16. কোন স্থানে ভারতের শ্রেষ্ঠ অভ্র বলয়টি অবস্থিত রয়েছে ?

উ: কোডার্মা

 

17. ভারতের কোন রাজ্যে জাড্ডা লোকনৃত্যের প্রচলন রয়েছে ?

উ: হিমাচল প্রদেশ

 

18. ” ₹ ” এই চিহ্নটি লেখা হয়েছে ―?

উ: রোমান ও দেবনাগরীর  সমন্বয়ে

 

19. পৃথিবীর অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে ?

উ: ম্যান্ডারিন ভাষা

 

20. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি ?

উ: দুর্গেশনন্দিনী

 

21. প্রাচীন মিশরীয় লিপি অপর আর কোন নামে পরিচিত ?

উ: হায়ারোগ্লিফিক লিপি নামে

 

22. আমরা বর্তমানে যে ক্যালেন্ডারের ব্যবহার করি তার নাম কি ?

উ: গ্রেগরিয়ান ক্যালেন্ডার

 

23. বাংলাদেশের জাতীয় সংগীতের রচনা করেছেন কোন ব্যক্তি ?

উ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

 

24. ভারতীয় সংগীত শিল্পী লতা মঙ্গেশকর সবথেকে বেশি কোন শিল্পীর সঙ্গে গান গেয়েছেন ?

উ: মহাম্মদ রফি

 

25. কোষ এর আবিষ্কারক কে ?

উ: রবার্ট হুক

 

26.  গীতার ইংরেজি অনুবাদ করেছিলেন কে ?

উ: চার্লস উইলকিনস

 

27.  ভারতীয় রেলপথ নির্মাণের পথিকৃৎ কাকে বলা হয় ?

উ: লর্ড ডালহৌসি কে

 

28. “আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে” এই  উক্তিটির স্রষ্টা কে ?

উ: জি কে গোখলে

 

29. দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন ?

উ: লর্ড ক্লাইভ

 

30. মারাঠা রাজনীতির চাণক্য নামে পরিচিত কোন ব্যাক্তি ?

উ: নানা ফড়নবিশ

 

31.  ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জের নাম কি ?

উ: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

 

32.  ভারতের কোন রাজ্যে পাঁচমারি অভয়ারণ্যটি অবস্থিত ?

উ: মধ্যপ্রদেশ

 

33. ভারত সরকারের অরণ্য গবেষণাগার টি কোথায় অবস্থিত ?

উ: দেরাদুনে অবস্থিত

 

34. কোন আলোয় সবথেকে কম সালোকসংশ্লেষ হয় ?

উ: সবুজ আলোয়

 

35. নারকেলের কোন অংশটি আমরা খাই ?

উ: সস‍্য

 

36. মানবদেহের রক্তরসের বিভিন্ন উপাদান গুলির পরিশোধনের কাজে সাহায্য করে কে ?

উ: গ্লোমেরুলাস

 

37.  লাফিং গ্যাস নামে পরিচিত হল ?

উ: নাইট্রাস অক্সাইড

 

38. কোন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক হয় ?

উ: কঠিন

 

39.  কোষের শক্তিঘর বলা হয় কাকে ?

উ: মাইট্রোকন্ডিয়াকি

 

40.   ভারত ও আফগানিস্তানের মধ্যে কোন সীমারেখা সংযোগ স্থাপন করেছে ?

উ: ডুরান্ড লাইন

 

41.  1 PB = কত TB ?

উ: 1024 TB

 

42. 1 TB = কত GB ?

উ: 1024 GB

 

43. SAAARC  এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উ: নেপালের কাঠমান্ডুতে

 

44. শৈবাল ও ছত্রাক এর সমন্বয়ে গঠিত উদ্ভিদটির নাম কি ?

উ: লাইকেন

 

45. পৃথিবীর কত অংশ জুড়ে ভারতবর্ষ  বেষ্টিত রয়েছে ?

উ: 2.4 %

 

46. 2012 সালের অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা পাওয়া দেশটির নাম কি ?

উ: আমেরিকা যুক্তরাষ্ট্র

 

47.  ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?

উ: জি ভি মাভালংকার

 

48. কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকে ?

উ: লোকসভার কাছে

 

49. পক্ষী সম্বন্ধীয় অধ্যায়ন  বলা হয় কি ?

উ: অরিন্থলজি

 

50. জৈনদের শেষ তীর্থঙ্কর এর নাম কি ?

উ: মহাবীর

আমাদের এই 50+ General Knowledge In Bengali এই পর্বের প্রশ্ন গুলি তোমাদের কেমল লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।

আরও পরুন: ভারতের ভূগোলের জিকে

1 thought on “General Knowledge In Bengali”

Leave a Comment