প্রাইমারি টেট পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Primary Tet Environmental Science Question And Answer

টেলিগ্ৰামে জয়েন করুন

প্রাইমারি টেট পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Primary Tet Environmental Science Question And Answer

প্রাইমারি টেট পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF – Primary Tet Environmental Science Question And Answer : প্রাইমারি টেট পরীক্ষা 2022 সালের  ডিসেম্বর মাসে সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই উদ্দেশ্য আপনাদের প্রয়োজনে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর প্রদান করলাম। এই প্রাইমারি টেট পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF – Environmental Science Question And Answer PDF টি নীচে দেওয়া লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।

প্রাইমারি টেট পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর :

1. মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায় ?

উ: পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত।

2. ব্ৰেইল লেখা হয কটি বিন্দুর সাহায্য ?

উ: 6 টি বিন্দু দিয়ে ।

3. অ্যাবাকাস কোন শিক্ষার উপকরণ ?

উ: গণিত

4.“ ভগবান হল সত্য এবং সত্যই ভগবান ” কে বলেন ? উ:

উ: গান্ধীজী

5. রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থটি লেখেন কত সালে ?

উ: 1911 সালে

6. বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন কে ?

উ: বিদ্যাসাগর

7. নঈ তালিম শিক্ষার অপর নাম কি ?

উ: বুনিয়াদী শিক্ষা

8. কোঠারী কমিশনে মোট সদস্য ছিলেন কত জন ?

উ: 17 জন

9. কোঠারী কমিশন গঠিত হয় কার উদ্যোগে ?

উ: এম . সি . চাওলা

10. স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হল ?

উ: রাধাকৃষ্ণণ কমিশন 1948-49

11. মুদালিযার শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে ?

উ: 1952-53 সালে

12. ‘ শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন ’ কে বলেছেন ?

উ: ডিউই ।

13. একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হল ?

উ: সংস্কৃতি

14. শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন ?

উ: রুশো

15. শিক্ষামনোবিজ্ঞান কি ?

উ: মনোবিজ্ঞানের ফলিত শাখা

16. মনোবিজ্ঞানকে ‘ আত্মার বিজ্ঞান ‘ বলে উল্লেখ করেছেন কে ?

উ: অ্যারিস্টটল

17. “ আগ্রহ একধরনের গতিশীল মানসিক প্রবণতা ” -এই মতের প্রবক্তা কে ?

উ: ড্রেভার ।

18. “ বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই বুদ্ধি ” কার কথা ?

উ: মনোবিদ উড্রো

19. বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

উ: ব্রাজিলের রিও – ডি – জেনিরোতে

20. এজেন্ডা- ২১ কর্মসূচী গৃহীত হয় কখন ?

উ: বসুন্ধরা সম্মেলনে

21. ওজোন স্তর রযেছে বায়ুমণ্ডলের ?

উ: স্ট্র্যাটোস্ফিযারে

22. প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ?

উ: 1992 সালে

23. “ সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না । ” কে বলেছেন ?

উ: রেমন্ট

24. “ মানুষের শ্বাসপ্রশ্বাস মানুষের কাছেই সর্বনাশা কে বলেছেন কথাটি ?

উ: স্যার পার্সিনান

25. “ চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার লক্ষ্য ” কে বলেছেন ?

উ: রবীন্দ্রনাথ

26. “ চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ কে বলেছেন ?

উ: হার্বাট

27. “ প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ ও মঙ্গলময় ” কে বলেছেন ?

উ: রুশো

28. “ প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে কে বলেছে ন ?

উ: অ্যারিস্টটল

29. থাস্টোনের দলগত উপাদান তত্ত্বে ‘ S ‘ উপাদানটি হল ?

উ: স্থান প্রত্যক্ষণের ক্ষমতা

30. স্পিয়ারম্যান কত সালে মানসিক ক্ষমতা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন ?

উ: 19004 সালে

31. থাস্টোনের মতে প্রাথমিক উপাদান হল কয়টি ?

উ: ৭ টি

32. বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হলেন কে ?

উ: গিলফোর্ড

33. পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন কোন বিজ্ঞানী ?

উ: স্কিনার

34. প্যাভলভের তত্ত্বটিকে বলা হয় ?

উ: Type 1 শিখন

35. “ Mentality of Apes ” বইটি প্রকাশিত হয় কত সালে ?

উ: 1925 সালে

36. স্কিনারের তত্তটি হল ?

উ: অপারেন্ট অনুবর্তন

37 কোঠারী কমিশন গঠিত হয় কত সালে ?

উ: 1968-69 সালে

38. উচ্চতর মাধ্যমিকের সময়সীমা কত বছর ?

উ: দুই বছর

39. শিক্ষাকে মনোজগতের আলোর উৎসের কেন্দ্রবিন্দু বলা হযেছে কিসে ?

উ: বেদে

40. শব্দের তীব্রতা পরিমাপের একক কি ?

উ: ডেসিবেল

41. অক্টেক ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি ?

উ: বধিরত্ব

42. কলকাতায় হিন্দু স্কুল স্থাপিত হয় কত সালে ?

উ: 1817 সালে

43. ভারত পথিক বলা হয় কাকে ?

উ: রাজা রামমোহন রায়কে

44. ‘ কথামালা ‘ কে রচনা করেছেন ?

উ: ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

45. বুনিয়াদী শিক্ষার মূলভিত্তি কি ?

উ: হস্তশিল্প

46. মনেপ্রাণে সর্বোদ্য সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কোন ব‍্যক্তি ?

উ: গান্ধীজী

47. সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন কে ?

উ: ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

48. দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন একজন ?

উ: প্রকৃতিবাদী

49. রাধাকৃষ্ণ কমিশন হল ?

উ: বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন

50. কোঠারী কমিশনের রিপোর্ট বিভক্ত কয়টি খন্ডে ?

উ: চারটি খণ্ডে ।

51. ‘ Psychology ‘ শব্দটি নেওয়া হয়েছে কোন শব্দ থেকে ?

উ: গ্রীক শব্দ থেকে

52. ইসলামিক শিক্ষায় প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি ?

উ: মক্তব

53. ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম কোন ভাষা ?

উ: সংস্কৃত ভাষা

54. বৌদ্ধ দর্শন এবং তত্ত্ব বিষয়ে আলোচনা রয়েছে ত্রিপিটক এর কোন ভাগে ?

উ: অভিধর্ম পিটকে

55. ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে কি বলা হয় ?

উ: উপনয়ন

56. জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচী ( NAEP ) গঠন করা হয় কত সালে ?

উ: 1978-79 সালে

57. সর্বশিক্ষা অভিযান 2000 কর্মসূচীর লক্ষ্য হল অষ্টম শ্রেণী পর্যন্ত , অর্থাৎ 14 বছর বয়সের সব শিশুর প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা -2010 সালের মধ্যে।

58. জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয় কত সালে ?

উ: 1988 সালে

59. সামাজিক চুক্তি নীতির প্রবক্তা কে ?

উ: হেগেল

60. প্রাচীন ভারতে শিক্ষা ছিল ?

উ: ধর্মকেন্দ্রিক

61. স্পিয়ারম্যানের দ্বি – উপাদান তত্ত্বটিতে যে উপাদানটি সাধারণতাকে সূচিত করা হয় কি দ্বারা ?

উ: G দ্বারা

62. থাস্টোনের প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বে স্মৃতি সম্বন্ধীয় উপাদানকে সূচিত করা হয় কি দ্বারা ?

উ: M দ্বারা

63. প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা কে ?

উ: থর্নডাইক

আরও পড়ুন : 

প্রাইমারি টেট পরিবেশ বিদ‍্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

প্রাইমারি টেট বিগত বছরের প্রশ্নপত্র

প্রাইমারি টেট সিলেবাস

PDF DOWNLOAD ZONE

File Name : প্রাইমারি টেট পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর
Language : বাংলা 
Size: 104 KB 
Clik Here To Download

Leave a Comment