Bengali Current Affairs 2021 Pdf Of October First Week

টেলিগ্ৰামে জয়েন করুন

 Bengali  Current Affairs 2021 With  PDF

প্রিয় বন্ধুরা তোমাদের সাথে আজকে আলোচনা করতে চলেছে Bengali Current Affairs 2021 Pdf Of  October First Week  অক্টোবর মাসের প্রথম সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেগুলো তোমাদের আগামী দিনের পরীক্ষা গুলিতে খুবই কাজে লাগবে সুতরাং আর দেরি না করে দেখে নাও

Bengali Current Affairs 2021 With Pdf 

         Oct -1 
1. গ্লোবাল ফিনটেক ফেস্ট 2021 এর মুখ্য অতিথি 
হলেন ?
উ: নির্মলা সীতারামন
2. কোন রাজ্যের শসা সাম্প্রতি জি আই ট্যাগ পেয়েছে ?
উ: নাগাল্যান্ড
3. আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয় ?
উ: 1 st অক্টোবর 
4. অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ?
উ: সি. কে রঙ্গনাথন
5. Press Trust Of India এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ?
উ: অভিক সরকার 
6. সম্প্রতি যে দেশ হাইপারসনিক মিসাইল HWASSONG-8 লঞ্চ করল ?
উ: উত্তর কোরিয়া
7. মিড ডে মিল এর নতুন নাম পরিবর্তন করে রাখা 
হল ?
উ: পি এম পোষন স্কিম
          Oct -2
1. IIFl হরুন ইন্ডিয়া প্রকাশিত ধনী ব্যক্তিদের তালিকা 2021 এ কে রয়েছেন ?
উ: মুকেশ আম্বানি
2. Lic এর নতুন ম্যানেজার  ডিরেক্টিং হিসেবে দায়িত্ব নিলেন ?
উ: বি সি পাটনায়েক 
3. প্রথম মহিলা টেস্ট ক্রিকেটার হিসেবে পিঙ্ক বলে সেঞ্চুরি করলেন ?
উ: স্মৃতি মন্ধনা
4. সম্প্রতি কোন দেশ সমলিঙ্গ বিবাহকে বৈধ হিসাবে ঘোষণা করল ?
উ: সুইটজারল্যান্ড
5. প্রথম মহিলা দল হিসেবে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ক্রিকেট সম্পন্ন করল কোন রংয়ের বলে ?
উ: পিঙ্ক বল
6. “My Life In Full Work ,Family And Our Future” নামে বইটি কে লিখেছেন ?
উ: ইন্দ্রা নুয়ী 
7. Namja Bouden Romdhane প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের ?
উ: টিউননিশিয়া 
        Oct -3 
1.Creator Education Program লঞ্চ করল ভারতে কোন কোম্পানি ?
উ: ফেসবুক
2. সম্প্রতি 130 তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো ?
উ: এ ফসি গোয়া
3. বিশ্বের বৃহত্তম  খাদি জাতীয় পতাকা প্রদর্শিত হল ?
 উ: লেহ ( লাডাক )
4. সম্প্রতি  কোন দুটি দেশের মধ্যে যৌথ মহড়া  মিত্রশক্তি 21 আয়োজিত হল ?
উ: ভারত ও শ্রীলঙ্কা
5. এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারত জিতলো  ?
উ: ব্রোঞ্জ পদক
Oct -4 
1. সম্প্রতি শাহিন ঘূর্ণিঝড়ের নমকরণ করল ?
উ: কাতার
2. কোন বিখ্যাত কার্টুন চরিত্র কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গা প্রকল্পের মাসকট ?
উ: চাচা চৌধুরী
3.Digital Quality Of Life Index ভারতের স্থান হল ?
উ: 59 তম 
4. ভারতের নতুন স্পোর্ট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন ?
উ: সুজাতা চতুর্বেদী
5. বিশ্ব পশু  দিবস কবে পালিত হয় ?
উ: 4 ঠা অক্টোবর
Oct -5
1. চেন্নাইকে বিশ্বমানের বিশ্বমানের শহরের পরিণত করার জন্য বিশ্ব ব্যাংক কত টাকা লোন দিল ?
উ: 150 মিলিয়ন মার্কিন ডলার
2. বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় ?
উ: 5 অক্টোবর
3. Peoples plan campaign 2021- Sanki Yojona Sanka Bikas নামে প্রকল্প লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
উ: গিরিরাজ সিং
4. CRISIL এর ম্যানেজিং ডিরেক্টর ও CEO পদে কে নিযুক্ত হয়েছেন ?
উ: আমীষ মেহেতা 
5. 2021 এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেতে চলেছেন কোন দুই বিজ্ঞানী ?
উ: ডেভিড জুলিয়াস, আর্ডেম পাটাপৌটিয়ান
Oct -6
1. 2021 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেতে চলেছেন কোন কোন বিজ্ঞানী ?
উ: স‍্যুকুরো মানাবে ,ক্লাউস হ‍্যাসেলম‍্যান,জর্জিও প‍্যারিসি
2. বিজয়নগর কোন রাজ্যের 31 তম জেলা হিসেবে স্বীকৃতি পেল ?
উ: কর্ণাটক
3. উত্তরপ্রদেশের কোথায় প্রথম পলিউশন কন্ট্রোল টাওয়ার তৈরি করা হবে ?
উ: নয়ডা
4. গঙ্গা রিভার ডলফিন ডে কবে পালিত হয় ?
উ: 5 অক্টোবর
Oct – 7

1. ওয়ার্ল্ড মহাকাশ সপ্তাহ কবে পালিত হয় ?
উ: 4 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত

2. ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নদীর তকমা পেল Umngot নদী এই নদী কোন রাজ্যে অবস্থিত ?
উ: মেঘালয়

3. কোন রাজ্যের wada kolam চাল জিআই ট্যাগ 
পেল ?
উ: মহারাষ্ট্র
4. ভারতের কোন রাজ্য সংগঠিতভাবে দারুচিনি চাষ শুরু করলো ?
উ: হিমাচল প্রদেশ
5. World Expo 2020 কোথায় আয়োজন করা হলো ?
উ: দুবাই
PDF Name : Bengali October 1st week C.A 2021
Language:বাংলা
Download Link :Clik To Download

Leave a Comment