Basic Gk Questions In Bengali Mock Test Part -10

টেলিগ্ৰামে জয়েন করুন

 1. 2019 সালের  4 এপ্রিল কোন দেশে বিশ্বের প্রথম 5G মোবাইল পরিষেবা চালু হয় ?

উ:দক্ষিণ কোরিয়া 

2. উত্তর-পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমারেখা কে কি বলে ?

উ: ম্যাকমোহন লাইন

3. সিন্ধু সভ্যতার আবিষ্কারক কেi ?

উ: রাখালদাস বন্দ্যোপাধ্যায়

4. বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করে ?

উ: সিকন্দর শাহ

5. পৃথিবীর সর্বপ্রথম এভারেস্ট জয়ী মহিলা কে ?

উ:জুংকো তাবেই

6. ফেডারেশন কাপ কোন খেলার সাথে যুক্ত ?

উ:ফুটবল

7. টাইফয়েড কোথায় সংক্রমণ করে ?

উ: ক্ষুদ্রান্ত

8. কার্বন বেশি থাকে কোন কয়লায় ?

উ: অ্যানথ্রাসাইট

9. বিশ্বের বৃহত্তম ফুল কোনটি ?

উ: র‍্যাফলেশিয়া

10. ডায়ালিসিসের ব্যবহার করা হয় কোন প্রক্রিয়া ?

উ: আস্রাবন

Leave a Comment