আগ্নেয়গিরি MCQ প্রশ্ন উত্তর | Volcanoes MCQ Questions Answers Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

আগ্নেয়গিরি MCQ প্রশ্ন উত্তর | Volcanoes MCQ Questions Answers Bengali

আগ্নেয়গিরি MCQ প্রশ্ন উত্তর – Volcanoes MCQ Questions Answers Bengali :  সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সাথে শেয়ার করলাম আগ্নেয়গিরির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে।  যেগুলি তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক আগ্নেয়গিরি MCQ প্রশ্ন উত্তর গুলি।

আগ্নেয়গিরি MCQ প্রশ্ন উত্তর :

1. ভূমধ্য সাগরের লাইট হাউস বলা হয় ?

A. মাউন্ট এটনা
B.মাউন্ট ভিসুভিয়াস
C. ফুজিয়ামা
D. মাউন্ট স্ট্রম্বোলি

উত্তর : D

2. নীচের কোনটি আগ্নেয়গিরির সাথে সম্পর্কীত নয় ?

A. ক্যলডেরা
B. লাভা
C. জ্বালামুখ
D. উপকেন্দ্র

উত্তর : D

3. যে আগ্নেয়গিরি থেকে জলীয়বাষ্প ও বিভিন্ন গ্যাস ঘন ধোঁয়ার মত বেড়িয়ে আসে তাকে বলে ?

A. সলফাটারা
B. ফিউমারোল
C. মফিটিস
D.স্যাফিওনি

উত্তর : B

4. ক্ষারকীয় ম্যাগমা সম্পর্কে যে তথ্যটি ঠিক নয় ?

A. তরল ও উষ্ণতা বেশি
B. ব্যাসল্ট শিলা গঠিত হয়
C. সিলিকার পরিমাণ 60 % এর বেশি
D. রং কালো

উত্তর : C

5. নীচের কোনটি পাইরোক্লাসটিক পদার্থ নয় ?

A. সিন্ডার
B. ল্যাপোলি
C. আগ্নেয় বোমা
D. পা – হো – হো

উত্তর : D

6. Valley of Ten thousand Smokes দেখা যায় ?

A. আয়ারল্যান্ডে
B. আলাস্কাতে
C. হাওয়াই দ্বীপপুঞ্জে
D. লিপারী দ্বীপে

উত্তর : B

7. আম্লিক ম্যাগমা সম্পর্কে যে তথ্যটি ঠিক নয় তা হল ?

A. তরল ও কম উষ্ণ
B. ঘন ও কম উষ্ণ
V. গম্বুজাকৃতির ভূমিরূপ গঠিত হয়
D. একে রায়োলাইটিক ম্যাগমা বলে

উত্তর : A

8. যে আগ্নেয়গিরিতে প্রচুর পরিমাণে CO2 বেড়িয়ে আসে তাকে কি বলে ?

A. সলফাটারা
B. ফিউমারোল
C. মফিটিস
D. স্যাফিওনি

উত্তর : C

9. নিউজিল্যান্ড এর উত্তর দ্বীপের মালভূমি কি দ্বারা গঠিত ?

A. আ – আ
B. পা – হো – হো
C. ইগনিমব্রাইট
D.ব্যাসল্ট শিলা

উত্তর : C

10. যে আগ্নেয়গিরিতে গন্ধক মিশ্রিত বাষ্প বেড়িয়ে আসে তাকে কি বলে ?

A. সলফাটারা
B. ফিউমারোল
C. মফিটিস
D. স্যাফিওনি

উত্তর : A

11. এখনো পযর্ন্ত ভূঅভ্যন্তরে আবিষ্কৃত Hot Spot এর সংখ্যা হল

A. 15 টি
B. 21 টি
C. 30 টি
D. 35 টি

উত্তর : B

12. বিদার অগ্নুৎপাত সম্পর্কে যে তথ্যটি সঠিক তা হল

A. ঘন ম্যাগমা নির্গত হয়
B. আগ্নেয় পর্বত গঠিত হয়
C. বিস্ফোরণ ঘটে
D. খুব তরল ম্যাগমা নির্গত হয়

উত্তর : D

13. পিলির কেশ দেখা যায় কোন আগ্নেয়গিরিতে ?

A. স্ট্রম্বোলী
B. মৌনালোয়া
C. কিলিমাঞ্জারো
D. ফুজিয়ামা

উত্তর : B

14. বিস্ফোরণ ঘটে না কোন শ্রেণির অগ্নুৎপাতে ?

A. হাওয়াই শ্রেণি
B. পিলি শ্রেণি
C. ক্রাকাতোয়া শ্রেণি
D. প্লিনি শ্রেণি

উত্তর : A

15. যে আগ্নেয়গিরিতে বোরিক অ্যাসিডের বাষ্প বেড়িয়ে আসে তাকে কি বলে ?

A. সলফাটারা
B. ফিউমারোল
C. মফিটিস
D. স্যাফিওনি

উত্তর : D

16. অগ্নুৎপাতের সঙ্গে নির্গত জলকে কি বলে ?

A. আবহিক জল
B. সহজাত বা জন্মগত জল
C. উৎস্যন্দ জল
D. ভাডোস জল

উত্তর : C

17. Hot Spot এর ধারণা প্রথম কে দেন ?

A. আর্থার হোমস্
B. জশন মরগ্যান
C. কোবার
D. উইলসন

উত্তর : B

18. ম্যাগমার উর্ধ্বমুখী প্রবাহকে কি বলে ?

A. প্লিউম
B. নুয়ে আর্দেন্তি
C. লাভা প্রবাহ
D. হৰ্ণিটো

উত্তর : A

19. পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি ?

A. ফুজিয়ামা
B. ভিসুভিয়াস
C. মৌনালোয়া
D. ক্রাকাতোয়া

উত্তর : C

20. নীচের কোনটি একটি মৃত আগ্নেয়গিরি ?

A. মৌনালোয়া
B. মাউন্ট পোপো
C. ব্যারেণ
D. ক্রাকাতোয়া

উত্তর : B

21. নুয়ে আর্দেন্তি হল –

A. শুধু লাভার ধীর প্রবাহ
B. শুধু লাভার দ্রুত প্রবাহ
C. জলন্ত শিলাচূর্ণ ও লাভার দ্রুত প্রবাহ
D. লাভার ঊর্ধ্বমুখী প্রবাহ

উত্তর : C

22. অ্যান্টার্কটিকার বরফ স্তরে অবস্থিত আগ্নেয়গিরিটি হল ?

A. মাউন্ট এরাবাস
B. কটোপাক্সি
C. মাসায়া
D.পারিকুটিল

উত্তর : A

23. নীচের কোনটি সুপ্ত আগ্নেয়গিরি নয় ?

A. ফুজিয়ামা
B. কিলিমাঞ্জারো
C. নারকোন্ডাম
D. মাউন্ট পিলি

উত্তর : D

24. পৃথিবীর উচ্চতম মৃত আগ্নেয়গিরি হল

A. মাউন্ট পোপো
B. মৌনালোয়া
C. অ্যাকানকাগুয়া
D. কটোপাক্সি

উত্তর : C

25. আগ্নেয়গিরির দেশ বলা হয় কাকে ?

A. জাপানকে
B. হাওয়াই দ্বীপপুঞ্জকে
C. আইসল্যান্ডকে
D. ইতালিকে

উত্তর : C

আরও পড়ুন :

ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর 

ভারতীয় শিল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

মৎস‍্য সম্পদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

1 thought on “আগ্নেয়গিরি MCQ প্রশ্ন উত্তর | Volcanoes MCQ Questions Answers Bengali”

Leave a Comment