ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর | Natural Plants of India Question Answers Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর | Natural Plants of India Question Answers Bengali

ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম ভারতের স্বাভাবিক উদ্ভিদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে যেগুলি তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর গুলি।

ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর :

1. ভারতের মরু অঞ্চলে কোন ধরণের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ?

উত্তর : জেরোফাইট

2. বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় ?  ( শুদ্ধ / অশুদ্ধ )

উত্তর : অশুদ্ধ

3. ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় ?

উত্তর : গির অরণ্যে

4. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ?

উত্তর : ভারত ও বাংলাদেশের সুন্দরবন

5. ভারতে বনভূমির পরিমাণ কত শতাংশ ?

উত্তর : 19.45 %

6. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তর : দেরাদুন

7. ভারতের যে রাজ্যে বনভূমির পরিমান সবচেয়ে বেশি সেটি হল ?

উত্তর : মধ্যপ্রদেশ

৪ ) চন্দন গাছ জন্মায়- চিরহরিৎ / সরলবর্গীয় / ম্যানগ্রোভ / পর্ণমোচী অরণ্যে ?

উত্তর : পর্ণমোচী অরণ‍্যে

9. ভারতে কোন অরণ্যের পরিমান সবচেয়ে বেশি ?

উত্তর :  ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য

10. ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখ ?

উত্তর : পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল

11. ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখ ?

উত্তর : সুন্দরবন / ভিতরকনিকা

12. হিমালয়ের 4000 মিটারের বেশি উচ্চতায় কোন অরণ্য দেখা যায় ?

উত্তর : আল্পীয় অরণ্য

13. শাল , পলাশ , চন্দন , মহুয়া , শিমুল প্রভৃতি গাছ কোন অরণ্যে দেখা যায়

উত্তর : ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে

14. কোন অরণ্যে শঙ্কু আকৃতির গাছ দেখা যায় ?

উত্তর : সরলবর্গীয় অরণ্যে

15. জোয়ারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যানগ্রোভ  উদ্ভিদের কি থাকে ?

উত্তর : ঠেস মূল

16. রবার , এবনি , রোজউড , আয়রণউড , মেহগনি প্রভৃতি কোন অরণ্যের প্রধান উদ্ভিদ ?

উত্তর : ক্রান্তীয় চিরহরিৎ

17. ভারতের কোন রাজ‍্যে প্রচুর রবার গাছ জন্মায় ?

উত্তর : কেরালা

18. ছোটনাগপুর মালভূমিতে কোন অরণ‍্য দেখা যায় ?

উত্তর : ক্রান্তীয় পর্ণমোচী

19. অধিক বৃষ্টিপাত ও অধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে কোন অরণ্যের সৃষ্টি হয় ?

উত্তর : ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য

20. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?

উত্তর : 21 শে মার্চ

আরও পড়ুন :

ভারতীয় শিল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

মৎস‍্য সম্পদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অরণ‍্য সম্পদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1 thought on “ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর | Natural Plants of India Question Answers Bengali”

Leave a Comment