লক্ষ্মী সায়গল স্মরণীয় কেন | বিপ্লবী আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর ভূমিকা কি ছিল

টেলিগ্ৰামে জয়েন করুন

লক্ষ্মী সায়গল স্মরণীয় কেন | বিপ্লবী আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর ভূমিকা কি ছিল

সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সাথে শেয়ার করলাম ইতিহাসে ক‍্যাপ্টেন লক্ষ্মী সায়গল স্মরণীয় কেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আলোচনাটি।

লক্ষ্মী সায়গল স্মরণীয় কেন :

ভূমিকা : ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী-সহ সকল বীর সেনাদের আত্মত্যাগের ইতিহাস চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিপ্লবী লক্ষ্মী সায়গল এই নারীবাহিনীর নেতৃত্ব দিয়ে অসামান্য কৃতিত্বের পরিচয় দেন।

1. ঝাঁসির রানি ব্রিগেড : সুভাষচন্দ্র 1943 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের নারী-ব্রিগেড গঠন করেন। এই বাহিনীর নাম হয় ঝাঁসির রানি ব্রিগেড। প্রায় 1500 মহিলা এই বাহিনীতে যোগদান করলে বাহিনীর শক্তি যথেষ্ট বৃদ্ধি পায়।

2. নেতৃত্বদান : সিঙ্গাপুরে কর্মরত চিকিৎসক ড. লক্ষ্মী স্বামীনাথন নিজের উজ্জ্বল কর্মজীবন ছেড়ে এই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। তিনি ক্যাপটেন লক্ষ্মী নামে পরিচিত হন। তাঁর অধীনে ব্রিগেডের নারীদের সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের উপযোগী করে তোলা হয়।

3. আক্রমণ সংঘটন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তিভুক্ত জাপান ভারতের মাটিতে মিত্রশক্তিভুক্ত ব্রিটিশ শক্তিকে আক্রমণ করতে এগিয়ে এলে আজাদ হিন্দ বাহিনী এবং লক্ষ্মী সায়গলের নেতৃত্বে ঝাঁসি বাহিনীও সিঙ্গাপুর থেকে ব্রহ্লদেশের দিকে এগোতে থাকে।

4. বিপর্যয় : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান বিপর্যস্ত হয়ে পড়লে জাপানের সহায়তা থেকে বঞ্চিত হয়ে ব্রহ্লদেশ সীমান্তে আজাদ হিন্দ বাহিনীও সংকটের মুখে পড়ে। এই অবস্থায় লক্ষ্মী সায়গলের নেতৃত্বে ঝাঁসি বাহিনীর বীর নারীগণ জঙ্গলের লতাপাতা খেয়েও যুদ্ধ চালিয়ে চরম আত্মত্যাগের পরিচয় দেন।

5. পরাজয় : শেষপর্যন্ত আজাদ হিন্দ বাহিনী পরাজিত হয় । ক্যাপটেন লক্ষ্মী ব্রিটিশ সেনার হাতে গ্রেফতার (মে 1945 খ্রি.) হন। 1946 খ্রিস্টাব্দের মার্চ মাস পর্যন্ত তিনি বার্মার জেলে বন্দি ছিলেন।

মূল‍্যায়ন : ভারতের স্বাধীনতা আন্দোলনে লক্ষ্মী সায়গলের নেতৃত্বাধীন আজাদ হিন্দ বাহিনীর নারীবাহিনীর ত্যাগ ও তিতিক্ষার নজির ইতিহাসে বিরল। স্বাধীন ভারতের স্বপ্নে বিভোর এই বাহিনীর আত্মবলিদান বিফলে যায়নি। তাঁদের প্রদর্শিত পথে লড়াই করে কিছুকাল পর ভারতবাসী স্বাধীনতা লাভ করে।

আরও পড়ুন :

কল্পনা দত্ত স্মরণীয় কেন

প্রীতিলতা ওয়েদ্দেদার স্মরণীয় কেন 

বীণা দাস স্মরণীয় কেন 

Leave a Comment