ভারতের শিল্পের MCQ প্রশ্ন উত্তর | Industry in India MCQ Questions Answers Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের শিল্পের MCQ প্রশ্ন উত্তর | Industry in India MCQ Questions Answers Bengali

ভারতের শিল্পের MCQ প্রশ্ন উত্তর : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে তোমাদের সাথে শেয়ার করলাম ভারতের শিল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যেগুলি তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক ভারতের শিল্পের MCQ প্রশ্ন উত্তর গুলি।

ভারতের শিল্পের MCQ প্রশ্ন উত্তর :

1. ভারতের কোন রাজ্যে প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠে ? – পশ্চিমবঙ্গের ঘুসুড়িতে 1818 সালে

2. “ভারতের ম্যানচেস্টার” কাকে বলা হয় ? – গুজরাটের আমেদাবাদ

3. “দক্ষিণ ভারতের ম্যানচেস্টার” কাকে বলা হয় ? – কোয়েম্বাটুর

4.” উত্তর ভারতের ম্যানচেস্টার” কাকে বলা হয় ? – কানপুর

5. ভারতে পাটকল প্রথম কোন রাজ্যে স্থাপিত হয় ? – পশ্চিমবঙ্গের রিষড়ায় 1855 সালে

6. TISCO ইস্পাত কারখানাটি কোন রাজ্যে কবে স্থাপিত হয় ? – 1907 খ্রিস্টাব্দে জামশেদপুর

7. “ভারতের রূঢ়”বলা হয় কোন শহরকে ? –দুর্গাপুর

8. ভারতের কোথায় বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি গড়ে ওঠে ? – গুরগাঁও

9. ভারতের বৃহত্তম বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোথায় গড়ে ওঠে ? – চিত্তরঞ্জন

10.”উদীয়মান শিল্প” কাকে বলা হয় ? – পেট্রোরসায়ন শিল্প

11. ভারতের কোথায় প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠে ? – ট্রম্বে

12. পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে ? – হলদিয়া

13. ভারতে কাগজ তৈরিতে কোন কাঁচামালটি বেশি পরিমাণে ব্যবহৃত হয় ? – সাবাই ঘাস

14.SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? – দিল্লিতে

15. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে ? – কোচি

16. “ভারতের সিলিকন ভ্যালি” বলা হয় কোন শহরকে ? – বেঙ্গালুরু

17. কোন দেশের সহযোগিতায় দুর্গাপুর স্টিল প্লান্ট গড়ে উঠেছে ? – ব্রিটেন

18. ভারতের করমুক্ত বন্দর কোনটি ? – কান্ডালা

19. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় আছে ? – গুজরাটের জামনগর

20. ভারতের সবচেয়ে বেশি পরিমাণে কর্মচারী নিযুক্ত আছে কোন শিল্পে ? – বস্ত্রশিল্প

21. পশ্চিমবঙ্গের কোচবিহার কোন শিল্পের জন্য বিখ্যাত ? – রেশম

22. ভারতের কোন রাজ্যে বেশি পরিমাণে লবণ উৎপাদিত হয় ? – গুজরাট

23. ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় স্থাপিত হয় ? – মাদ্রাজ (1904 খ্রিস্টাব্দে) ।

24.TISCO কোন নদীর তীরে গড়ে উঠেছে ? – সুবর্ণরেখা ও খরকাই

25. ভারতের কোনটি একটি নিউজপ্রিন্ট তৈরির কেন্দ্র ? – নেপানগর

26. ভারতের প্রথম শিল্পনীতি চালু হয়েছিল কবে ? – 1948 খ্রিস্টাব্দ

27. ভারতের কোথায় এরোপ্লেন তৈরি হয় ? – বেঙ্গালুরু

28.SAIL কবে প্রতিষ্ঠিত হয় ? – 1973 সালে

29. সিলিকা বালি কোন শিল্পের প্রধান কাঁচামাল ? – কাচ শিল্প

30. “আরব সাগরের রানী” কাকে বলা হয় ? – কোচিন বন্দরকে

31.ONGC কোথায় স্থাপিত হয় ? – উত্তরাখন্ড দেরাদুন

32. অবিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক কি হবে ? – >1

33. “শিকড় আলগা শিল্প” কাকে বলে ? – কার্পাস শিল্প

34.”সব শিল্পের মেরুদন্ড” কাকে বলা হয় ? – লৌহ ইস্পাত শিল্প

35. “আধুনিক শিল্প দানব” কাকে বলা হয় ? – পেট্রোরসায়ন শিল্প

36. “ইলেকট্রনিক্সের শহর” বলা হয় কাকে ? – বেঙ্গালুরু

37. একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও ? – তুলো

38. ভারতের রেল বগি কোথায় তৈরি হয় ? – পেরাম্বুর

39. তথ্য প্রযুক্তির মূল উপকরণ কি ? – মানুষের মেধা

40. ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি ? – কার্পাস বয়ন শিল্প

41. কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে ? – মোটরগাড়ি নির্মাণ শিল্প

42. পশ্চিমবঙ্গের একটি জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রের নাম কি ? – গার্ডেনরিচ

43. ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় ? – চেন্নাইকে

44. একটি প্রাণিভিত্তিক শিল্পের উদাহরণ দাও ? – পশম শিল্প, দুগ্ধ শিল্প

45. পেট্রোরসান শিল্পের প্রধান কাঁচামাল কি ? – ন্যাপথা

46. শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়তত্ত্বের প্রবর্তক কে ? – আলফ্রেড ওয়েবার

47. ভারতের Tech City কাকে বলা হয় ? – পুনে

48. দুটি অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও ? – লোহা, আখ, চা

49. শিল্পের শিল্প কাকে বলা হয় ? – মোটরগাড়ি শিল্পকে

50. কোন শিল্পকে White gold বলা হয় ? – তুলো

আরও পড়ুন :

মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অরণ‍্য সম্পদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভূমিকম্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভারতীয় জলবায়ুর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1 thought on “ভারতের শিল্পের MCQ প্রশ্ন উত্তর | Industry in India MCQ Questions Answers Bengali”

Leave a Comment