Gk questions with answers in bengali part-40

টেলিগ্ৰামে জয়েন করুন

 

 

1. কোন মহান ব্যক্তি বলেছিলেন সব লাল হো জায়গা ?

উ: রঞ্জিত সিংহ

2. কোন সনে বিধবা বিবাহ আইন পাশ হয় ?

উ:1856 সনে

3. প্রথম ভারতীয় সংবিধান কত সালে সংশোধন করা হয়েছিল ?

উ:1951 সালে

4. বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার অন্তর্ভুক্ত রয়েছে ?

উ: 6 টি

5. কাকে প্রকৃতির আঁচল বলা হয় ?

উ: অরণ্যকে

6. ইক্ষু বা আখ উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য ?

উ: উত্তর প্রদেশ

7. লজ্জাবতী গাছে কোন প্রকার চলন দেখা যায় ?

উ:সিসমোন্যাস্টিক চলন

8. ব্রাসিলিয়া কোন দেশের রাজধানীর নাম ?

উ: ব্রাজিল

9. কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন হয়ে থাকে ?

উ: জিপসাম

10. বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি ?

উ:ক্যাস্পিয়ান সাগর

11. ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে কোন ব্যক্তি নিয়োগ করে থাকেন ?

উ :ভারতের রাষ্ট্রপতি

12. ক্যাথোড রশ্মী কোন কণার স্রোত আধার ?

উ: ইলেকট্রন

13. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপে নিযুক্ত ছিলেন ?

উ: নালন্দা

14. ব্ল্যাক ফুট রোগ হয় কোন দূষণের প্রভাবে ?

উ:আর্সেনিক দূষণের ফলে

15. ভারতের কোন রাজ্যের দিলওয়ার মন্দির অবস্থিত ?

উ:রাজস্থান

16. নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে কোন দেশকে ?

উ:নরওয়েকে

17. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নির্বাচন কমিশনের কথা রয়েছে ?

উ:324 নং ধারায়

18. পেট্রোরসায়ন শিল্পকে কোন ধরনের শিল্প বলা হয়ে থাকে ?

উ:উদীয়মান শিল্প বলা হয়

19. প্রেসিডেন্সি কলেজের পূর্বের নাম কি ছিল ?

উ :হিন্দু কলেজ

20. ভারতীয় উপরাষ্ট্রপতি  পদে নির্বাচিত হওয়ার জন্য নূন্যতম কত বছর বয়স প্রয়োজন ?

উ:35 বছর

21. অ্যাক্সন ও ডেনড্রন এর মিলনস্থল কে কি বলা হয় ?

উ: সাইন‍্যাপস বলে

22. পচা ডিমের সাধারণত  কোন গন্ধযুক্ত গ্যাস দেখা যায় ?

উ:H2S

23. কালো  রঙের  হীরাকে সাধারণত  কি বলা হয়ে থাকে ?

উ: কার্বোনেডো বলা হয়

24. কোন উপকূল রেখায় সবথেকে বেশি পরিমাণে কয়াল  দেখতে পাওয়া যায় ?

উ: মালাবার উপকূলে

25. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলী কোন উপত্যকায় অবস্থিত ?

উ:ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত

26. পথের পাঁচালী বইটির লেখক কে ?

উ: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

27. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সংখ্যা কত ?

উ: 3:2

28. রুপয়া নামক রুপার মুদ্রা এবং দাম নামক তামার মুদ্রা প্রচলন করেন কোন সম্রাট ?

উ: শেরশাহ

29. নেতাজি সুভাষচন্দ্র বসু বিদেশযাত্রার উদ্দেশ্যে কবে দেশ ত্যাগ করেছিলেন জিয়াউদ্দিন ছদ্মনাম ?

উ:1941 সালে 17 ই জানুয়ারি

30. পুলিনবিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি কত সালে স্থাপন করেছিলেন ?

উ:1905 সালে

 

Leave a Comment