গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | ভারতের গণপরিষদ প্রশ্ন উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | ভারতের গণপরিষদ প্রশ্ন উত্তর

গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF : ভারতীয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম ভারতীয় সংবিধানের গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে। ভারতীয় গণপরিষদের প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন উত্তর গুলি।

ভারতীয় গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন উত্তর :

1. ভারতীয় সংবিধান কবে লাগু হয় ?

উত্তর: ২৬ জানুয়ারি ১৯৫০

2. ১৯৪৬ সালে গণ পরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন ?

উত্তর: সচ্চিদানন্দ সিনহা

3. কাকে সংবিধানের স্থাপত্তি বলে মনে করা হয় ?

উত্তর: বি আর আম্বেদকর

4. কবে গণপরিষদ গঠনের দাবি প্রথম উপস্থাপিত হয়েছিল ?

উত্তর: ১৯২৩

5. সংবিধানের প্রথম স্থানীয় সভাপতি ?

উত্তর: রাজেন্দ্র প্রসাদ

6. ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে ?

উত্তর: ১৯৪৯ সালের ২৬ নভেম্বর

7. গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল ?

উত্তর: ৩৮৯

8. কার অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল ?

উত্তর: ক্যাবিনেট মিশন প্ল্যান

9. গণপরিষদে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা ছিল কটি ?

উত্তর: ৭৩

10. সাংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম ব্যাক্ত করেন

উত্তর: গান্ধিজি

11. কে প্রথম গণ পরিষদ গঠনের দাবি প্রথম উপস্থাপন করেন ?

উত্তর: এম এন রায়

12. গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল ?

উত্তর: ৭ জন

13. গণপরিষদের সহসভাপতি ছিলেন কে ?

উত্তর: হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়

14. ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন কে ?

উত্তর: রাজেন্দ্র প্রসাদ

15. কে ভারতবন্ধু নামে পরিচিত ছিলেন ?

উত্তর: ক্লিমেন্ট এটলি

16. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?

উত্তর: সচ্চিদানন্দ সিনহা

17. গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে সচ্চিদানন্দ সিনহা নাম প্রস্তাব করেন কে ?

উত্তর: জে বি কৃপালনী

18. গণপরিষদের খসড়া কমিটির প্রধান কে ছিলেন ?

উত্তর: বি আর আম্বেদকর

19. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তর: দিল্লি

20. গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?

উত্তর: মার্চ মাসের ১৯৪৬ সালে।

21. কবে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ?

উত্তর: ১৯৪৬ সালে ৯ ডিসেম্বর

22. রাজ্য সংবিধান – সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ?

উত্তর: বল্লভভাই পাটেল

23. গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন ?

উত্তর: বি এন রাও

24.কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন ?

উত্তর: সচ্চিদানন্দ সিনহা

25. ১৯৪৭ সালের কোন মাসে ভারতীয় সংবিধানের প্রথম খসড়াটি রচিত হয় ?

উত্তর: অক্টোবর

26. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল ?

উত্তর: দাদাভাই নৌরজী

27. ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল ?

উত্তর: জে বি কৃপালনী

28. নেহেরু রিপোর্ট কমিটিতে ( ১৯২৮ ) লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন কে ?

উত্তর: তেজ বাহাদুর সাপ্রু

29. কত সালে ওয়াভেল প্ল্যান ঘোষিত হয় ?

উত্তর: ১৯৪৫ সালের জুন মাসে

30. গণপরিষদে কত জন মহিলা সদস্য ছিলেন ?

উত্তর: ৯ জন

31. সিমলা কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয় ?

উত্তর: ১৯৪৫ সালে

32. ক্রীপস মিশন কত সালে ভারতে আসে ?

উত্তর: ১৯৪২ সালের মার্চ মাসে

33. কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯৪৬ সালের আগস্ট মাসে

34. কে ক্রিপস প্রস্তাবকে ” post dated cheque on a crashing bank বলে মন্তব্য করেন ?

উত্তর: গান্ধিজি

35. গণপরিষদের প্রথম অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন ?

উত্তর: জওহরলাল নেহেরু

36. কার প্রতিবেদনে ” যুক্তরাষ্ট্রীয় ” ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয় ?

উত্তর: মোতিলাল নেহেরু

37. গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেন কে ?

উত্তর: বি আর আম্বেদকর

38. জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উপস্থাপন করে কত সালে ?

উত্তর: ১৯৪৭ সালের ২২ জানুয়ারি

39. অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস – প্রেসিডেন্ট ছিলেন ?

উত্তর: জওহরলাল নেহেরু

40. আগস্ট অফার প্রকাশিত হয় ?

উত্তর: ১৯৪০ সালে

41. কবে গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে কাজ শুরু করে ?

উত্তর: ১৯৪৭ সালের ১৭ নভেম্বর

42. কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে ?

উত্তর: ১৯৪৬ সালের মার্চ মাসে

43. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর: চার্চিল

44. কোন বড়োলাটের প্রস্তাব অনুসারে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ?

উত্তর: ওয়াভেল

45. গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় ?

উত্তর: ১৯৪৭ সালের ২২ জুলাই

46. ভারতীয় জাতীয় পতাকা কে অঙ্কন করেছিলেন ?

উত্তর: পিঙ্গালি ভেঙ্কাইয়া

47. ভারতীয় সংবিধানে জনক কাকে বলা হয় ?

উত্তর: ড: বি আর আম্বেদকরকে

48. ভারতী জাতীয় সংগীত কবে গৃহীত হয় ?

উত্তর: ১৯৫০সালের ২৪ জানুয়ারি

49. জন গন মন কবে প্রথম গাওয়া হয় ?

উত্তর: ১৯১১ সালের ২৭ ডিসেম্বর

50. ১৯৪৭ সালে ২৯ আগস্ট কে সংবিধানের খসড়া কমিটির গঠন করে ?

উত্তর: ড: বি আর আম্বেদকর

51. ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত কত ?

উত্তর: 3 : 2

52. ভারতের জাতীয় গান কি ?

উত্তর: বন্দেমাতরম

53. ” বন্দেমাতরম ” গানটি গৃহীত হয় কোথা থেকে ?

উত্তর: আনান্দ মঠ

54. ” আনান্দ মঠ ” কার রচনা ?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

55. ” বন্দেমাতরম ‘ গানটি প্রথম কবে গাওয়া হয় ?

উত্তর: ১৮৯৬ সালে

56. ভারতীয় জাতীয় গান কবে গৃহীত হয় ?

উত্তর: ১৯৫০ সালের ২৪ জানুয়ারি

57. ভারতীয় জাতীয় প্রতিক কবে গৃহীত হয় ?

উত্তর: ১৯৫০ সালের ২৬ জানুয়ারি

58. ভারতের সুপ্রিম কোর্ট কবে সংবিধানে গৃহীত হয় ?

উত্তর: ১৯৫০ সালের ২৮ জানুয়ারি

59. কে ১৯৫০ সালের ২৪ জানুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন ?

উত্তর: রাজেন্দ্র প্রসাদ

60. কবে গণ পরিষদের সর্বশেষ অধিবেশন ?

উত্তর: ১৯৫০ সালের ২৪ জানুয়ারি

PDF DOWNLOAD ZONE

File Name : গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF 
Language : বাংলা
Size : 88 KB
Clik Here To Download

আরও পড়ুন :

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Leave a Comment